ভারতের জলবায়ু
প্রশ্ন:১
ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল :
(a) ঋতু পরিবর্তন
(b) অত্যধিক উষ্ণতা
(c) অত্যধিক বৃষ্টিপাত
উত্তর: ঋতু পরিবর্তন ।
প্রশ্ন:২
ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হয় :
(a) পরিচলন পদ্ধতিতে
(b) শৈলােৎক্ষেপ পদ্ধতিতে
(c) ঘূর্ণবাত পদ্ধতিতে
উত্তর: শৈলােৎক্ষেপ পদ্ধতিতে ।
প্রশ্ন:৩
ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল :
(a) শিলং মালভূমি
(b) তামিলনাডুর দক্ষিণ-পূর্ব উপকূল
(c) ছোটনাগপুর মালভূমি
উত্তর: শিলং মালভূমি ।
প্রশ্ন:৪
ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে :
(a) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
(b) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
(c) দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
উত্তর: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ।
প্রশ্ন:৫
ভারতের একটি স্থানীয় বায়ু :
(a) আশ্বিনের ঝড়
(b) লু
(c) মৌসুমি বায়ু
উত্তর: লু ।
প্রশ্ন:৬
ভারতের দুটি চরমভাবাপন্ন জলবায়ুযুক্ত শহর হল :
(a) কলকাতা ও কটক
(b) দিল্লি ও অমৃতসর
(c) চেন্নাই ও মুম্বই
উত্তর: দিল্লি ও অমৃতসর ।
প্রশ্ন:৭
ভারতের উচ্চ পাবর্ত্য অঞ্চলগুলির প্রধান বৈশিষ্ট্য হল সারাবছর ধরে :
(a) প্রচণ্ড গরম
(b) প্রবল বৃষ্টিপাত
(c) প্রবল শৈত্য
উত্তর: প্রবল শৈত্য ।
প্রশ্ন:৮
ভারতের সবচেয়ে বৃষ্টিবহুল অঞল হল :
(a) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল
(b) চেরাপুঞ্জি-মৌসিনরাম অঞল
(c) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
উত্তর: চেরাপুঞ্জি-মৌসিনরাম অঞল ।
প্রশ্ন:৯
পশ্চিমবঙ্গে গ্রীষ্মের প্রথম ভাগে বিকালের দিকে যে ঝড়-বৃষ্টি হয় তাকে বলে :
(a) আশ্বিনের ঝড়
(b) কালবৈশাখী
(c) লু
উত্তর: কালবৈশাখী ।
প্রশ্ন:১০
ভারতের সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চলটি হল :
(a) লাদাখ মালভূমি
(b) গুজরাট সমভূমি
(c) রাজস্থানের থর মরুভূমি
উত্তর: রাজস্থানের থর মরুভূমি ।
**********************************************************
👉ভারতের জলবায়ু সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
**********************************************************
Comments
Post a Comment