[MCQ]Geography - Mountains, Plateaus and Plains।।পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি।।সেট ৪।।solve.org.in
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
✹প্রশ্ন:১
একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হল :
(a) আরাবল্লী
(b) কারাকোরাম
(c) হিমালয়
উত্তর:
আরাবল্লী।
✹প্রশ্ন:২
পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল :
(a) হাওয়াই দ্বীপের মৌনালােয়া
(b) ইতালির ভিসুভিয়াস
(c) জাপানের ফুজিয়ামা
উত্তর:
হাওয়াই দ্বীপের মৌনালােয়া।
✹প্রশ্ন:৩
সঞ্চয়জাত পর্বত গঠিত হয় মূলত :
(a) আগ্নেয় শিলার দ্বারা
(b) পাললিক শিলার দ্বারা
(c) রূপান্তরিত শিলার দ্বারা
উত্তর:
আগ্নেয় শিলার দ্বারা।
✹প্রশ্ন:৪
একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ হল :
(a) ফুজিয়ামা
(b) পােপাে
(c) ভিসুভিয়াস
উত্তর:
ভিসুভিয়াস।
✹প্রশ্ন:৫
পৃথিবীর বৃহত্তম সমভূমিটি হল :
(a) সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি
(b) ইয়াংসি-কিয়াং সমভূমি
(c) ইউরেশিয়া সমভূমি
উত্তর:
ইউরেশিয়া সমভূমি।
✹প্রশ্ন:৬
কর্ণাটকের সহ্যাদ্রি পর্বতের পূর্ব পাদদেশে গঠিত মালনাদ একটি :
(a) ব্যবচ্ছিন্ন মালভূমি
(b) স্তূপ পর্বত
(c) আগ্নেয় পর্বত
উত্তর:
ব্যবচ্ছিন্ন মালভূমি ৷
✹প্রশ্ন:৭
পাত সঞ্চালনের ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপ হল :
(a) ক্ষয়জাত পর্বত
(b) স্তূপ পর্বত
(c) ভঙ্গিল পর্বত
উত্তর:
ভঙ্গিল পর্বত।
✹প্রশ্ন:৮
স্তূপ পর্বতের উদাহরণ হল :
(a) ভােজ
(b) রকি
(c) আন্দিজ
উত্তর:
ভােজ।
✹প্রশ্ন:৯
ভােজ ও ব্ল্যাক ফরেস্ট হল :
(a) হোর্স্ট
(b) গ্রাবেন
(c) মােনাডনক
উত্তর:
হোর্স্ট।
✹প্রশ্ন:১০
পরেশনাথ একটি :
(a) ভঙ্গিল পর্বত
(b) আগ্নেয় পর্বত
(c) ক্ষয়জাত পর্বত
উত্তর:
ক্ষয়জাত পর্বত।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
Comments
Post a Comment