পদার্থ ও রসায়ন বিদ্যা>>>পদার্থ ও শক্তি
📙প্রশ্ন:১
সৌর কোশে—
(a) সৌর শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়
(b) সৌর শক্তি আলােক শক্তিতে রূপান্তরিত হয়
(c) সৌর শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
উত্তর: A
📙প্রশ্ন:২
88 g কার্বন অক্সাইড উৎপন্ন করার জন্য 32 g অক্সিজেনের সঙ্গে যুক্ত কার্বন মনোক্সাইডের ভর হবে—
(a) 28 g
(b) 120 g
(c) 56 g
উত্তর: C
📙প্রশ্ন:৩
লাউডস্পিকারে কথা বলার সময়—
(a) তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
(b) শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
(c) শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়
উত্তর: C
📙প্রশ্ন:৪
মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ—
(a) ধ্রুবক
(b) মাঝেমাঝে বাড়ে
(c) মাঝেমাঝে কমে
উত্তর: A
📙প্রশ্ন:৫
বিষুব অঞ্চলে একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে পাঠ নেওয়া হল । ওই অবস্থায় স্প্রিং তুলাটিকে মেরু অঞ্চলে নিয়ে গেলে পাঠ—
(a) একই থাকবে
(b) বেশি হবে
(c) কম হবে
উত্তর: B
📙প্রশ্ন:৬
পদার্থের অবিনাশিতা প্রথম আবিষ্কার করেন—
(a) ল্যাভয়সিয়ের
(b) ক্যাভেন্ডিস
(c) রাদারফোর্ড
উত্তর: A
📙প্রশ্ন:৭
ভর ও শক্তির রূপান্তরের সম্পর্কটি হল—
(a) E=m^2c
(b) E=mc^2
(c) E=m^2 c^2
উত্তর: B
📙প্রশ্ন:৮
‘আপেক্ষিকতাবাদ তত্ত্ব’ আবিষ্কার করেন—
(a) নিউটন
(b) আইনস্টাইন
(c) গ্যালিলিও
উত্তর: B
📙প্রশ্ন:৯
নির্জল ব্যাটারিতে—
(a) তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়
(b) রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়
(c) রাসায়নিক শক্তি আলােক শক্তিতে রূপান্তরিত হয়
উত্তর: B
📙প্রশ্ন:১০
পৃথিবীপৃষ্ঠে একটি বালক 6 m লাফাতে পারলে চাঁদে লাফাতে পারবে—
(a) 1 m
(b) 18 m
(c) 36 m
উত্তর: C
===============================================================
👉পদার্থ ও শক্তি সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন [PREV]
===============================================================
Comments
Post a Comment