❁প্রশ্ন:১
ঔপনিবেশিক ভারতের প্রধান শিল্পটি ছিল—
(a) চা শিল্প
(b) লৌহ শিল্প
(c) বস্ত্র শিল্প
(d) চিনি শিল্প
উত্তর:
বস্ত্র শিল্প
❁প্রশ্ন:২
কর্নওয়ালিশ দশসালা বন্দোবস্ত চালু করেন—
(a) ওড়িশায়
(b) পাটনায়
(c) হাওড়ায়
(d) লক্ষ্মৌতে
উত্তর:
ওড়িশায়
❁প্রশ্ন:৩
বিশ্ববিখ্যাত সুতিবস্ত্র মসলিনের মূল উৎস ছিল—
(a) ঢাকাতে
(b) খুলনাতে
(c) যশােহরেতে
(d) কলকাতাতে
উত্তর:
ঢাকাতে
❁প্রশ্ন:৪
মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটান—
(a) ওয়েলেসলি
(b) বেন্টিঙ্ক
(c) হার্ডিঞ্জ
(d) লর্ড ময়রা বা হেস্টিংস
উত্তর:
লর্ড ময়রা বা হেস্টিংস
❁প্রশ্ন:৫
বাের্ড অব ডিরেক্টরস অনুমােদন করায় আইনগত স্বীকৃতি লাভ করে—
(a) রায়তওয়ারী ব্যবস্থা
(b) মহলওয়ারী ব্যবস্থা
(c) ভাইয়াচারী ব্যবস্থা
(d) চিরস্থায়ী ব্যবস্থা
উত্তর:
চিরস্থায়ী ব্যবস্থা
❁প্রশ্ন:৬
কত বছর অন্তর সনদ নবীকরণ করা হয়—
(a) ১৮
(b) ১৯
(c) ২০
(d) ২১
উত্তর:
২০
❁প্রশ্ন:৭
বাের্ড অব রেভিনিউ - এর অধীনে ছিল—
(a) ধর্মপ্রচার কমিটি
(b) রাজস্ব আদায় কমিটি
(c) ভ্রাম্যমাণ কমিটি
(d) জন নিরাপত্তা কমিটি
উত্তর:
রাজস্ব আদায় কমিটি
❁প্রশ্ন:৮
‘আমিনি কমিশন ' গঠিত হয়—
(a) ১৭৭৪ খ্রিস্টাব্দে
(b) ১৭৭৫ খ্রিস্টাব্দে
(c) ১৭৭৬ খ্রিস্টাব্দে
(d) ১৭৭৭ খ্রিস্টাব্দে
উত্তর:
১৭৭৬ খ্রিস্টাব্দে
❁প্রশ্ন:৯
পিটের ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়—
(a) ১৭৮০ খ্রিস্টাব্দে
(b) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(c) ১৭৮৮ খ্রিস্টাব্দে
(d) ১৭৯২ খ্রিস্টাব্দে
উত্তর:
১৭৮৪ খ্রিস্টাব্দে
❁প্রশ্ন:১০
সূর্যাস্ত আইনের সঙ্গে সম্পর্কিত ছিল—
(a) মহলওয়ারী ব্যবস্থা
(b) চিরস্থায়ী ব্যবস্থা
(c) ভাইয়াচারী ব্যবস্থা
(d) রায়তওয়ারী ব্যবস্থা
উত্তর:
চিরস্থায়ী ব্যবস্থা
⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊⇊
☉আরো দেখুন☉
⚡ভারতের ইতিহাস⇛ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার⇛সেট ১
⚡ভারতের ইতিহাস⇛ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার⇛সেট ২
⚡ভারতের ইতিহাস⇛ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার⇛সেট ৩
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
Comments
Post a Comment