সাম্রাজ্যবাদ - প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলন
✹প্রশ্ন:১
‘খিলাফৎ দিবস’ কবে উদযাপিত হয় হয় ?
(a) ১৯১৬ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর
(b) ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর
(c) ১৯১৮ খ্রিস্টাব্দের ১৭ অক্টোবর
(d) ১৯১৯ খ্রিস্টাব্দের ১৭ অক্টোবর
উত্তর: D
✹প্রশ্ন:২
মহাবিদ্রোহের সময় দিল্লির মােগল বাদশাহ ছিলেন—
(a) আহম্মদ শাহ
(b) দ্বিতীয় শাহ আলম
(c) মহম্মদ শাহ
(d) দ্বিতীয় বাহাদুর শাহ
উত্তর: D
✹প্রশ্ন:৩
সীমান্ত গান্ধির অনুচরদের বলা হত—
(a) কালাে কোর্তা
(b) সাদা কোর্তা
(c) নীল কোর্তা
(d) লাল কোর্তা
উত্তর: D
✹প্রশ্ন:৪
মােপালা বিদ্রোহ সংঘটিত হয়েছিল—
(a) মালাবার উপকূলে
(b) ওড়িশার তালচেরে
(c) উত্তরপ্রদেশের মীরাটে
(d) বিহারের পাটনায়
উত্তর: A
✹প্রশ্ন:৫
‘ইনডিপেন্ডেন্স লিগ’- এর লক্ষ্য ছিল—
(a) স্বায়ত্তশাসন লাভ
(b) পূর্ণ স্বাধীনতা অর্জন
(c) গণতন্ত্র প্রতিষ্ঠা
(d) সমাজতন্ত্র প্রতিষ্ঠা
উত্তর: B
✹প্রশ্ন:৬
জাতিসংঘের (লিগ অব নেশনস) প্রথম মহাসচিব ছিলেন—
(a) কোফি আন্নান
(b) বুত্রোস ঘালি
(c) বান-কি-মুন
(d) স্যার এরিফ ড্রুমন্ড
উত্তর: D
✹প্রশ্ন:৭
স্বরাজ্য দলের সভাপতি ছিলেন—
(a) চিত্তরঞ্জন দাশ
(b) মােতিলাল নেহরু
(c) শ্ৰীমতী অ্যানি বেসান্ত
(d) বল্লভভাই প্যাটেল
উত্তর: A
✹প্রশ্ন:৮
ভারতে হোমরুল আন্দোলনের একজন নেতা ছিলেন—
(a) বালগঙ্গাধর তিলক
(b) বিপিনচন্দ্র পাল
(c) লালা লাজপত রায়
(d) অরবিন্দ ঘোষ
উত্তর: A
✹প্রশ্ন:৯
১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময়ে ভারতের গভর্নর-জেনারেল ছিলেন—
(a) আরউইন
(b) লিনলিথগাে
(c) ক্যানিং
(d) মাউন্টব্যাটেন
উত্তর: C
✹প্রশ্ন:১০
কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন—
(a) চিত্তরঞ্জন দাশ
(b) সুভাষচন্দ্র বসু
(c) জ্যোতিন্দ্রমােহন সেনগুপ্ত
(d) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর: A
↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣
👉"সাম্রাজ্যবাদ - প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলন" সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
👉"সাম্রাজ্যবাদ - প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলন" সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment