ভারতের ভূপ্রকৃতি
প্রশ্ন:১
ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম :
(a) গঙ্গোত্রী
(b) সিয়াচেন
(c) জেমু
উত্তর: সিয়াচেন ।
প্রশ্ন:২
বালিয়াড়ির মধ্যবর্তী হ্রদগুলিকে রাজস্থানে বলে :
(a) ধান্দ
(b) ধ্রিয়ান
(c) রাণ
উত্তর: ধান্দ ।
প্রশ্ন:৩
ভারতের বৃহত্তম হ্রদ হল :
(a) উলার
(b) ডাল
(c) চিল্কা
উত্তর: চিল্কা ।
প্রশ্ন:৪
‘বসুন্ধরা ধবলশীর্ষ’ নামে পরিচিত :
(a) কারাকোরাম পর্বত
(b) মাউন্ট এভারেস্ট শৃঙ্গ
(c) পামির মালভূমি
উত্তর: কারাকোরাম পর্বত ।
প্রশ্ন:৫
হিমালয়ের সর্ব দক্ষিণের গিরিশ্রেণিটির নাম :
(a) হিমাদ্রি হিমালয়
(b) টেথিস হিমালয়
(c) শিবালিক হিমালয়
উত্তর: শিবালিক হিমালয় ।
প্রশ্ন:৬
ভারতের একটি মিষ্টি জলের হ্রদ হল :
(a) চিল্কা
(b) সম্বর
(c) উলার
উত্তর: উলার ।
প্রশ্ন:৭
গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমিকে বলে :
(a) ভাবর
(b) খাদার
(c) হাওর
উত্তর: খাদার ।
প্রশ্ন:৮
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম :
(a) মহাবালেশ্বর
(b) মহেন্দ্রগিরি
(c) অমরকণ্টক
উত্তর: মহেন্দ্রগিরি ।
প্রশ্ন:৯
পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম :
(a) কারাকোরাম
(b) বানিহাল
(c) জেলেপলা
উত্তর: কারাকোরাম ।
প্রশ্ন:১০
পশ্চিমঘাট পর্বতমালার অন্যতম গিরিপথ হল :
(a) ভােরঘাট
(b) ভেরনাগ
(c) মালনাদ
উত্তর: ভােরঘাট ।
***********************************************************
👉ভারতের ভূপ্রকৃতি সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
👉ভারতের ভূপ্রকৃতি সেট ৪ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
***********************************************************
Comments
Post a Comment