ভারতের ভূপ্রকৃতি
প্রশ্ন:১
নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হল :
(a) পালঘাট
(b) ভােরঘাট
(c) থলঘাট
উত্তর: পালঘাট ।
প্রশ্ন:২
সিকিম ও তিব্বতের মধ্যে সংযােগরক্ষাকারী গিরিপথটি হল :
(a) জোজিলা পাস
(b) নাথুলা পাস
(c) টুলুংলা পাস
উত্তর: নাথুলা পাস ।
প্রশ্ন:৩
ভারতের খনিজভাণ্ডার নামে পরিচিত হল :
(a) মালনাদ
(b) ছোটোনাগপুর
(c) তেলেঙ্গানা
উত্তর: ছোটোনাগপুর ।
প্রশ্ন:৪
করমণ্ডল উপকূলীয় সমভূমি অবস্থিত :
(a) কেরালা রাজ্যে
(b) কৰ্ণাটক রাজ্যে
(c) তামিলনাডু রাজ্যে
উত্তর: তামিলনাডু রাজ্যে ।
প্রশ্ন:৫
রাঁচি ও হাজারিবাগ মালভূমিকে বিচ্ছিন্ন করেছে :
(a) গঙ্গানদী
(b) দামােদর নদ
(c) সুর্বণরেখা নদী
উত্তর: দামােদর নদ ।
প্রশ্ন:৬
ছােটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় হল :
(a) রাজমহল
(b) পরেশনাথ
(c) বিহারীনাথ
উত্তর: পরেশনাথ ।
প্রশ্ন:৭
ভারতীয় মরু অঞ্চলের প্রধান নদীটির নাম :
(a) সম্বর
(b) সুকরী
(c) লুনি
উত্তর: লুনি ।
প্রশ্ন:৮
সাতপুরা একটি :
(a) স্তূপ পর্বত
(b) আগ্নেয় পর্বত
(c) ভঙ্গিল পর্বত
উত্তর: স্তূপ পর্বত।
প্রশ্ন:৯
আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ :
(a) মাউন্ট আবু
(b) ধূপগড়
(c) গুরুশিখর
উত্তর: গুরুশিখর ।
প্রশ্ন:১০
দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় :
(a) মালাবার উপকূলকে
(b) কোঙ্কণ উপকূলকে
(c) তামিলনাডু উপকূলকে
উত্তর: তামিলনাডু উপকূলকে ।
***********************************************************************
👉ভারতের ভূপ্রকৃতি সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
***********************************************************************
Comments
Post a Comment