জাতীয় আন্দোলনের প্রথম যুগ
🕮প্রশ্ন:১
কংগ্রেসের একজন নরমপন্থী নেতার নাম হল—
(a) লালা লাজপত রায়
(b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(c) বিপিনচন্দ্র পাল
(d) বালগঙ্গাধর তিলক
উত্তর:
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
🕮প্রশ্ন:২
মহারাষ্ট্রের একটি গুপ্ত সমিতির নাম হল—
(a) ঢাকা অনুশীলন সমিতি
(b) অনুশীলন সমিতি
(c) আর্যবান্ধব সমাজ
(d) যুগান্তর সমিতি
উত্তর:
আর্যবান্ধব সমাজ
🕮প্রশ্ন:৩
বঙ্গভঙ্গের প্রতিবাদে ‘রাখিবন্ধন' উৎসবের ডাক দিয়েছিলেন—
(a) কাজি নজরুল ইসলাম
(b) স্বামী বিবেকানন্দ
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
🕮প্রশ্ন:৪
‘গদর’ শব্দের অর্থ হল—
(a) বিপ্লব
(b) আন্দোলন
(c) বিদ্রোহ
(d) অভ্যুত্থান
উত্তর:
বিপ্লব
🕮প্রশ্ন:৫
‘মিত্রমেলা’ পরে কী নামে খ্যাত হয় ?
(a) অনুশীলন সমিতি
(b) যুগান্তর দল
(c) গদর পার্টি
(d) অভিনব ভারত
উত্তর:
অভিনব ভারত
🕮প্রশ্ন:৬
‘ভারতীয় বিপ্লববাদের জননী’ ছিলেন—
(a) শ্ৰীমতী অ্যানি বেসান্ত
(b) ভিকাজী রুস্তুমজি কামা
(c) স্বামী লক্ষ্মীনাথন
(d) মাতঙ্গিনী হাজরা
উত্তর:
ভিকাজী রুস্তুমজি কামা
🕮প্রশ্ন:৭
কংগ্রেসের একজন চরমপন্থী নেতার নাম হল—
(a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(b) গােপালচন্দ্র গােখলে
(c) বালগঙ্গাধর তিলক
(d) আনন্দমােহন বসু
উত্তর:
বালগঙ্গাধর তিলক
🕮প্রশ্ন:৮
‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন—
(a) ঈশ্বর গুপ্ত
(b) উপেন্দ্রনাথ দত্ত
(c) কিশােরীচাঁদ মিত্র
(d) প্রমথনাথ মিত্র
উত্তর:
প্রমথনাথ মিত্র
🕮প্রশ্ন:৯
‘সন্ধ্যা’ পত্রিকার সম্পাদক ছিলেন—
(a) কিশােরীচাঁদ মিত্র
(b) শিশিরকুমার ঘােষ
(c) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
(d) ঈশ্বর গুপ্ত
উত্তর:
ব্রহ্মবান্ধব উপাধ্যায়
🕮প্রশ্ন:১০
‘গণপতি’ ও ‘শিবাজি উৎসব’ প্রবর্তন করেন—
(a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(b) বালগঙ্গাধর তিলক
(c) দয়ানন্দ সরস্বতী
(d) মহাদেব গােবিন্দ রানাডে
উত্তর:
বালগঙ্গাধর তিলক
----------------------------------------------------------------------------------------------------
"জাতীয় আন্দোলনের প্রথম যুগ" সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
----------------------------------------------------------------------------------------------------
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment