Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - ভৌতবিজ্ঞান - পরিবেশের জন্য ভাবনা - নোটস (Concern About Our Environment)

পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[MCQ]Geography।।বারিমণ্ডল।।সেট ২।।solve.org.in

 বারিমণ্ডল


প্রশ্ন:১

বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় :


(a) প্রশান্ত মহাসাগরে

(b) আটলান্টিক মহাসাগরে

(c) ভারত মহাসাগরে



উত্তর: আটলান্টিক মহাসাগরে ।




প্রশ্ন:২

সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় :


(a) হিমপ্রাচীর

(b) হিমশৈল

(c) হিমরেখা



উত্তর: হিমশৈল ।




প্রশ্ন:৩

গ্রান্ড ব্যাঙ্ক নামে মগ্নচড়াটি অবস্থিত :


(a) প্রশান্ত মহাসাগরে

(b) আটলান্টিক মহাসাগরে

(c) ভারত মহাসাগরে 



উত্তর: আটলান্টিক মহাসাগরে ।




প্রশ্ন:৪

মৌসুমি বায়ুপ্রবাহের দ্বারা প্রভাবিত হয় :


(a) প্রশান্ত মহাসাগরীয় স্রোত 

(b) আটলান্টিক মহাসাগরীয় স্রোত

(c) ভারত মহাসাগরীয় স্রোত



উত্তর: ভারত মহাসাগরীয় স্রোত ।




প্রশ্ন:৫

ব্রাজিল স্রোতটি হল :


(a) প্রশান্ত মহাসাগরীয় স্রোত

(b) আটলান্টিক মহাসাগরীয় স্রোত

(c) ভারত মহাসাগরীয় স্রোত



উত্তর: আটলান্টিক মহাসাগরীয় স্রোত ।




প্রশ্ন:৬

পেরু সমুদ্রস্রোত প্রবাহিত হয় :


(a) ভারত মহাসাগরে

(b) আটলান্টিক মহাসাগরে

(c) প্রশান্ত মহাসাগরে



উত্তর: প্রশান্ত মহাসাগরে ।




প্রশ্ন:৭

হিমপ্রাচীর দেখা যায় :


(a) আটলান্টিক মহাসাগরে

(b) ভারত মহাসাগরে

(c) প্রশান্ত মহাসাগরে



উত্তর: আটলান্টিক মহাসাগরে ।




প্রশ্ন:৮

আগুলাস স্রোত দেখা যায় :


(a) প্রশান্ত মহাসাগরে

(b) আটলান্টিক মহাসাগরে

(c) ভারত মহাসাগরে



উত্তর: ভারত মহাসাগরে ।




প্রশ্ন:৯

জাপান উপকুল উষ্ণ থাকে :


(a) কুরােশিয়াে স্রোতের প্রভাবে

(b) বেরিং স্রোতের প্রভাবে

(c) উপসাগরীয় স্রোতের প্রভাবে



উত্তর: কুরােশিয়াে স্রোতের প্রভাবে ।




প্রশ্ন:১০

মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম :


(a) উত্তর নিরক্ষীয় স্রোত

(b) উত্তর আটলান্টিক স্রোত

(c) উপসাগরীয় স্রোত



উত্তর: উত্তর নিরক্ষীয় স্রোত ।


===================================================================

👉বারিমণ্ডল সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন [PREV]


👉বারিমণ্ডল সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন [NEXT]

===================================================================


আরো দেখুন



Comments