সাম্রাজ্যবাদ - প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলন
✵প্রশ্ন:১
‘স্বরাজ আমার জন্মগত অধিকার’—এই উক্তিটি করেন—
(a) সুভাষচন্দ্র বসু
(b) বালগঙ্গাধর তিলক
(c) বিপিনচন্দ্র পাল
(d) অরবিন্দ ঘােষ
উত্তর: B
✵প্রশ্ন:২
‘মারাঠা’ ও ‘কেশরী' পত্রিকা প্রকাশ করেন—
(a) লালা হরদয়াল
(b) বিনায়ক দামােদর সাভারকার
(c) বালকৃষ্ণ চাপেকার
(d) বালগঙ্গাধর তিলক
উত্তর: D
✵প্রশ্ন:৩
‘নিউ ইন্ডিয়া’ এবং ‘দ্য কমন উইল' পত্রিকা দুটি প্রকাশ করেন—
(a) অরবিন্দ ঘােষ
(b) অ্যানি বেসান্ত
(c) বালগঙ্গাধর তিলক
(d) বিপিনচন্দ্র পাল
উত্তর: B
✵প্রশ্ন:৪
নেহরু রিপাের্ট পেশ করেন—
(a) জওহরলাল নেহরু
(b) মােতিলাল নেহরু
(c) চক্রবর্তী রাজা গোপালাচারী
(d) গোবিন্দবল্লভ পন্থ
উত্তর: B
✵প্রশ্ন:৫
ভারতে ‘জাতির জনক’ বলা হয়—
(a) সুভাষচন্দ্র বসুকে
(b) জওহরলাল নেহরুকে
(c) মহাত্মা গান্ধিকে
(d) ড.বি.আর.আম্বেদকরকে
উত্তর: C
✵প্রশ্ন:৬
বিশ্ব রাজনীতির তত্ত্ব প্রচার করেন—
(a) মুসােলিনী
(b) জেনারেল ফ্রাঙ্কো
(c) কাইজার দ্বিতীয় উইলিয়াম
(d) হিটলার
উত্তর: C
✵প্রশ্ন:৭
গান্ধিজিকে ‘মহাত্মা’ নামে অভিহিত করেন—
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) জওহরলাল নেহরু
(c) জগদীশচন্দ্র বসু
(d) নজরুল ইসলাম
উত্তর: A
✵প্রশ্ন:৮
মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়—
(a) ১৯১৭ খ্রিস্টাব্দে
(b) ১৯১৮ খ্রিস্টাব্দে
(c) ১৯১৯ খ্রিস্টাব্দে
(d) ১৯২০ খ্রিস্টাব্দে
উত্তর: C
✵প্রশ্ন:৯
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন—
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) জওহরলাল নেহরু
(c) সুভাষচন্দ্র বসু
(d) চিত্তরঞ্জন দাশ
উত্তর: A
✵প্রশ্ন:১০
গান্ধিজির রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছিল—
(a) ইংল্যান্ডে
(b) দক্ষিণ আফ্রিকায়
(c) ভারতে
(d) সােভিয়েত রাশিয়ায়
উত্তর: B
↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣
👉"সাম্রাজ্যবাদ - প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলন" সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন [NEXT]
↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣↣
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment