স্থিতি ও গতি
✲প্রশ্ন:১
নীচের বস্তুগুলির মধ্যে কোন্টি চরম স্থির বস্তু—
(a) পৃথিবী
(b) সূর্য
(c) এদের কোনােটিই নয়
উত্তর: C
✲প্রশ্ন:২
সকল গতিশীল বস্তুর গতিই—
(a) পরম গতি
(b) আপেক্ষিক গতি
(c) চলন গতি
উত্তর: B
✲প্রশ্ন:৩
পৃথিবীর আহ্নিক গতি হল—
(a) চলন
(b) ঘূর্ণন
(c) চলন ও ঘূর্ণনের মিশ্রণ
উত্তর: B
✲প্রশ্ন:৪
চলন্ত সাইকেলের চাকার গতি—
(a) চলন
(b) ঘূর্ণন
(c) চলন ও ঘূর্ণনের মিশ্রণ
উত্তর: C
✲প্রশ্ন:৫
মিশ্র গতির উদাহরণ হল—
(a) ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া
(b) এক স্থানে বলের ঘূর্ণন
(c) বলের পিছল গতি
উত্তর: A
✲প্রশ্ন:৬
ভূপৃষ্ঠে পতনশীল পাথর খণ্ডের গতি—
(a) চলন গতি
(b) স্থির গতি
(c) মিশ্র গতি
উত্তর: A
✲প্রশ্ন:৭
নদীর স্রোতের জল—
(a) গতিশীল বস্তু
(b) স্থির বস্তু
(c) এদের কোনোটিই নয়
উত্তর: A
✲প্রশ্ন:৮
মহাবিশ্বে পরম স্থিতি—
(a) আছে
(b) নেই
(c) বিশেষ ক্ষেত্রে আছে
উত্তর: B
✲প্রশ্ন:৯
পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে—
(a) একই বেগে গতিশীল দেখে
(b) স্থির দেখে
(c) ভিন্ন বেগে গতিশীল দেখে
উত্তর: B
✲প্রশ্ন:১০
যে বস্তুর সাপেক্ষে অন্য কোনাে বস্তুর স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে বলে—
(a) নির্দেশ তন্ত্র
(b) আপেক্ষিক তন্ত্র
(c) নির্দেশ বস্তু
উত্তর: C
Comments
Post a Comment