কার্য, ক্ষমতা ও শক্তি
✬প্রশ্ন:১
HP যে ভৌত রাশির একক সেটি হল—
(a) কার্য
(b) ক্ষমতা
(c) শক্তি
উত্তর: B
✬প্রশ্ন:২
বস্তুর কার্য করার হারকে বলা হয়—
(a) শক্তি
(b) ক্ষমতা
(c) বল
উত্তর: B
✬প্রশ্ন:৩
নীচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল—
(a) কার্য একটি স্কেলার রাশি
(b) একটি সংকুচিত স্প্রিং- এ গতিশক্তি নিহিত থাকে
(c) কার্য ও শক্তির একক ভিন্ন
উত্তর: A
✬প্রশ্ন:৪
এক অশ্বক্ষমতা 1 kW- এর তুলনায়—
(a) বড়াে
(b) ছােটো
(c) সমান
উত্তর: B
✬প্রশ্ন:৫
1 kW=
(a) 2/3 HP
(b) 4/3 HP
(c) 7/3 HP
উত্তর: B
✬প্রশ্ন:৬
1000 W ক্ষমতার একটি যন্ত্র 1 min- এ কৃতকার্যের পরিমাণ হল—
(a) 60000 J
(b) 1000 J
(c) 600 J
উত্তর: A
✬প্রশ্ন:৭
SI-তে কার্যের পরম একক হল—
(a) watt
(b) erg
(c) N.m
উত্তর: C
✬প্রশ্ন:৮
একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি—
(a) দ্বিগুণ হয়
(b) চারগুণ হয়
(c) অর্ধেক হয়
উত্তর: B
✬প্রশ্ন:৯
তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি হল—
(a) কার্য
(b) দ্রুতি
(c) ক্ষমতা
উত্তর: C
✬প্রশ্ন:১০
কোনাে বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগবিন্দুর সরণের গুণফলকে বলা হয়—
(a) ক্ষমতা
(b) শক্তি
(c) কার্য
উত্তর: C
#######################################################################
👉কার্য, ক্ষমতা ও শক্তি সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
#######################################################################
Comments
Post a Comment