জাতীয় আন্দোলনের প্রথম যুগ
🕮প্রশ্ন:১
বঙ্গভঙ্গের প্রথম প্রস্তাব দেওয়া হয়—
(a) ১৮৯০ খ্রিস্টাব্দে
(b) ১৮৯২ খ্রিস্টাব্দে
(c) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(d) ১৮৯৬ খ্রিস্টাব্দে
উত্তর: D
🕮প্রশ্ন:২
বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘােষিত হয়—
(a) ১৯০১ খ্রিস্টাব্দে
(b) ১৯০৩ খ্রিস্টাব্দে
(c) ১৯০৫ খ্রিস্টাব্দে
(d) ১৯০৭ খ্রিস্টাব্দে
উত্তর: C
🕮প্রশ্ন:৩
কত খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়—
(a) ১৮১০ খ্রিস্টাব্দের
(b) ১৮১৩ খ্রিস্টাব্দের
(c) ১৮১৬ খ্রিস্টাব্দের
(d) ১৮১৯ খ্রিস্টাব্দের
উত্তর: B
🕮প্রশ্ন:৪
লাহাের ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল—
(a) ১৯১০ খ্রিস্টাব্দে
(b) ১৯১৫ খ্রিস্টাব্দে
(c) ১৯২০ খ্রিস্টাব্দে
(d) ১৯২৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
🕮প্রশ্ন:৫
গদর পার্টির লক্ষ্য ছিল—
(a) ভারতীয় বিপ্লবী আন্দোলনে প্রবাসী ভারতীয়দের শামিল করানো
(b) ভারতে এক সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা
(c) ভারতে সশস্ত্র বিপ্লব ঘটিয়ে স্বাধীনতা অর্জন করা
(d) ভারতীয় অহিংস পদ্ধতিতে জাতীয় আন্দোলন গড়ে তোলা
উত্তর: A
🕮প্রশ্ন:৬
ভারতের ‘গ্রান্ড ওল্ড ম্যান’ বলা হয়—
(a) গোপাল কৃষ্ণ গোখলেকে
(b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
(c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে
(d) দাদাভাই নৌরজিকে
উত্তর: D
🕮প্রশ্ন:৭
অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়—
(a) ১৯০২ খ্রিস্টাব্দের ২৪ মার্চ
(b) ১৯০৬ খ্রিস্টাব্দের ২৪ মার্চ
(c) ১৯১০ খ্রিস্টাব্দের ২৪ মার্চ
(d) ১৯১৪ খ্রিস্টাব্দের ২৪ মার্চ
উত্তর: A
🕮প্রশ্ন:৮
‘দিব্যজ্ঞান’ গ্রন্থটি কার লেখা—
(a) অরবিন্দ ঘােষ
(b) দেবেন্দ্রনাথ ঠাকুর
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) বিপিনচন্দ্র পাল
উত্তর: A
🕮প্রশ্ন:৯
জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল—
(a) শিক্ষার্থীদের পাশ্চাত্য শিক্ষাপদ্ধতি মেনে শিক্ষিত করে তোলা
(b) পুরাতন বিদ্যালয় ও কলেজগুলির সংস্কার সাধন
(c) বিদেশি শিক্ষার পরিবর্তে ছাত্র-ছাত্রীদের দেশীয় শিক্ষা প্রদান করা
(d) নতুন নতুন কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা
উত্তর: C
🕮প্রশ্ন:১০
মর্লে-মিন্টো সংস্কার কার্যকর করা হয়—
(a) ১৯০৩ খ্রিস্টাব্দে
(b) ১৯০৬ খ্রিস্টাব্দে
(c) ১৯০৯ খ্রিস্টাব্দে
(d) ১৯১২ খ্রিস্টাব্দে
উত্তর: C
----------------------------------------------------------------------------------------------------------
👉"জাতীয় আন্দোলনের প্রথম যুগ" সেট ৪ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
----------------------------------------------------------------------------------------------------------
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment