বারিমণ্ডল
✸প্রশ্ন:১
অমাবস্যার দিনে পৃথিবীর যে অংশ চন্দ্রের সামনে আসে সেখানে :
(a) ভাটা হয়
(b) মরা কটাল হয়
(c) ভরা কটাল হয়
উত্তর: ভরা কটাল হয় ।
✸প্রশ্ন:২
মরা কোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য :
(a) পরস্পরের সুমকোণে অবস্থান করে
(b) সমান্তরালে অবস্থান করে
(c) একই রেখায় অবস্থান করে
উত্তর: পরস্পরের সুমকোণে অবস্থান করে ।
✸প্রশ্ন:৩
ভূপৃষ্ঠের জলভাগের কোনাে স্থানে একবার জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের পার্থক্য হয় :
(a) ৬ ঘন্টা ১৩ মিনিট
(b) ৬ ঘণ্টা ২৬ মিনিট
(c) ১২ ঘণ্টা ১৩ মিনিট
উত্তর: ৬ ঘন্টা ১৩ মিনিট ।
✸প্রশ্ন:৪
চন্দ্রের একবার পৃথিবী পরিক্রমণের সময় :
(a) ২৭ দিন
(b) ২৭ (১/২) দিন
(c) ২৮ দিন
উত্তর: ২৭ (১/২) দিন ।
✸প্রশ্ন:৫
ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘণ্টায় জোয়ার হয় :
(a) একবার
(b) দু’বার
(c) তিনবার
উত্তর: দু’বার ।
✸প্রশ্ন:৬
কোনাে জলভাগে দুটি গৌণজোয়ার বা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় :
(a) ৬ ঘণ্টা ১৩ মিনিট
(b) ১২ ঘণ্টা ১৩ মিনিট
(c) ২৪ ঘণ্টা ২৬ মিনিট
উত্তর: ২৪ ঘণ্টা ২৬ মিনিট ।
✸প্রশ্ন:৭
সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল :
(a) পৃথিবীর আবর্তন
(b) সমুদ্রের জলের উষ্ণতার তারতম্য
(c) নিয়ত বায়ুপ্রবাহ
উত্তর: নিয়ত বায়ুপ্রবাহ ।
✸প্রশ্ন:৮
পৃথিবীর একটি নির্দিষ্ট জলভাগে যে সময় মুখ্য জোয়ার হয়, পরবর্তী গৌণ জোয়ার হয় তার :
(a) ৬ ঘণ্টা ১৩ মিনিট পর
(b) ১২ ঘণ্টা ২৬ মিনিট পর
(c) ২৪ ঘণ্টা ৫২ মিনিট পর
উত্তর: ১২ ঘণ্টা ২৬ মিনিট পর ।
✸প্রশ্ন:৯
একটি উষ্ণ সমুদ্রস্রোত হল :
(a) কুরোশিও স্রোত
(b) বেরিং স্রোত
(c) ফকল্যান্ড স্রোত
উত্তর: কুরোশিও স্রোত ।
✸প্রশ্ন:১০
উষ্ণ উপসাগরীয় স্রোতের রং :
(a) নীল
(b) সাদা
(c) লাল
উত্তর: নীল ।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
👉বারিমণ্ডল সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment