বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জীবনবিজ্ঞান>>রেচন
👉প্রশ্ন ১
মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হল —
( a ) ইউরিয়া
( b ) ইউরিক অ্যাসিড
( C ) অ্যালবুমিন
( d ) ক্রিয়েটিন
উত্তর।।
মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হল অ্যালবুমিন ।
👉প্রশ্ন ২
দুটি বৃক্ক একদিনে মােট কত লিটার গ্রোমেরুলার পরিশ্রুত উৎপন্ন করে ?
( a ) 100 লিটার
( b ) 180 লিটার
( c ) 200 লিটার
( d ) 280 লিটার
উত্তর।।
দুটি বৃক্ক একদিনে মােট 180 লিটার গ্লোমেরুলার পরিশ্রুত উৎপন্ন করে ।
👉প্রশ্ন ৩
সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণকে বলে —
( a ) ঘর্ম
( b ) সিবাম
( c ) ইউরেট
( d ) ল্যাকটেট
উত্তর।।
সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণকে বলে সিবাম ।
👉প্রশ্ন ৪
ত্বকের মাধ্যমে নিষ্কাশিত একটি রেচন পদার্থ হল —
( a ) ল্যানােলিন
( b ) ল্যাকটেট
( c ) NaCl
( d ) Vit - D
উত্তর।।
ত্বকের মাধ্যমে নিষ্কাশিত একটি রেচন পদার্থ হল NaCl ।
👉প্রশ্ন ৫
একটি পিত্তরঞ্জক হল —
( a ) লেসিথিন
( b ) সিবাম
( c ) বিলিরুবিন
( d ) টক্সিন
উত্তর।।
একটি পিত্তরঞ্জক হল বিলিরুবিন ।
👉প্রশ্ন ৬
গ্লোমেরুলাসের অবস্থান-
( a ) বাওম্যান ক্যাপসুলে
( b ) বৃক্কের কর্টেক্সে
( c ) বৃক্কের মেডালায়
( d ) বৃক্কের পেলভিসে
উত্তর।।
গ্লোমেরুলাসের অবস্থান বৃক্কের কর্টেক্সে ।
👉প্রশ্ন ৭
প্রাণীদেহে কার্বোহাইড্রেটের বিপাকজাত রেচন পদার্থটি হল —
( a ) CO2
( b ) গ্লুকোজ
( c ) কিটোন বডি
( d ) ট্যানিন
উত্তর।।
প্রাণীদেহে কার্বোহাইড্রেটের বিপাকজাত রেচন পদার্থটি হল C02 ।
👉প্রশ্ন ৮
মানুষের বৃক্ক হল —
( a ) প্রােনেফ্রনস বৃক্ক
( b ) মেসােনেফ্রনস্ বৃক্ক
( c ) মেটানেফ্রন বৃক্ক
উত্তর।।
মানুষের বৃক্ক হল মেটানেফ্রনস বৃক্ক।
👉প্রশ্ন ৯
স্বাভাবিক মূত্রে থাকে না —
( a ) ইউরিয়া
( b ) ক্রিয়েটিনিন
( c ) গ্লুকোজ
( d ) কিটোন বডি
উত্তর।।
স্বাভাবিক মূত্রে থাকে না গ্লুকোজ ।
👉প্রশ্ন ১০
কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানাের জন্য ব্যবহূত হয় ?
( a ) নিকোটিন
( b ) রেসারপিন
( c ) কুইনাইন
( d ) মরফিন
উত্তর।।
রেসারপিন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানাের জন্য ব্যবহৃত হয় ।

Comments
Post a Comment