নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবনবিজ্ঞান>>রেচন
👉প্রশ্ন ১
মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হল —
( a ) ইউরিয়া
( b ) ইউরিক অ্যাসিড
( C ) অ্যালবুমিন
( d ) ক্রিয়েটিন
উত্তর।।
মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হল অ্যালবুমিন ।
👉প্রশ্ন ২
দুটি বৃক্ক একদিনে মােট কত লিটার গ্রোমেরুলার পরিশ্রুত উৎপন্ন করে ?
( a ) 100 লিটার
( b ) 180 লিটার
( c ) 200 লিটার
( d ) 280 লিটার
উত্তর।।
দুটি বৃক্ক একদিনে মােট 180 লিটার গ্লোমেরুলার পরিশ্রুত উৎপন্ন করে ।
👉প্রশ্ন ৩
সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণকে বলে —
( a ) ঘর্ম
( b ) সিবাম
( c ) ইউরেট
( d ) ল্যাকটেট
উত্তর।।
সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণকে বলে সিবাম ।
👉প্রশ্ন ৪
ত্বকের মাধ্যমে নিষ্কাশিত একটি রেচন পদার্থ হল —
( a ) ল্যানােলিন
( b ) ল্যাকটেট
( c ) NaCl
( d ) Vit - D
উত্তর।।
ত্বকের মাধ্যমে নিষ্কাশিত একটি রেচন পদার্থ হল NaCl ।
👉প্রশ্ন ৫
একটি পিত্তরঞ্জক হল —
( a ) লেসিথিন
( b ) সিবাম
( c ) বিলিরুবিন
( d ) টক্সিন
উত্তর।।
একটি পিত্তরঞ্জক হল বিলিরুবিন ।
👉প্রশ্ন ৬
গ্লোমেরুলাসের অবস্থান-
( a ) বাওম্যান ক্যাপসুলে
( b ) বৃক্কের কর্টেক্সে
( c ) বৃক্কের মেডালায়
( d ) বৃক্কের পেলভিসে
উত্তর।।
গ্লোমেরুলাসের অবস্থান বৃক্কের কর্টেক্সে ।
👉প্রশ্ন ৭
প্রাণীদেহে কার্বোহাইড্রেটের বিপাকজাত রেচন পদার্থটি হল —
( a ) CO2
( b ) গ্লুকোজ
( c ) কিটোন বডি
( d ) ট্যানিন
উত্তর।।
প্রাণীদেহে কার্বোহাইড্রেটের বিপাকজাত রেচন পদার্থটি হল C02 ।
👉প্রশ্ন ৮
মানুষের বৃক্ক হল —
( a ) প্রােনেফ্রনস বৃক্ক
( b ) মেসােনেফ্রনস্ বৃক্ক
( c ) মেটানেফ্রন বৃক্ক
উত্তর।।
মানুষের বৃক্ক হল মেটানেফ্রনস বৃক্ক।
👉প্রশ্ন ৯
স্বাভাবিক মূত্রে থাকে না —
( a ) ইউরিয়া
( b ) ক্রিয়েটিনিন
( c ) গ্লুকোজ
( d ) কিটোন বডি
উত্তর।।
স্বাভাবিক মূত্রে থাকে না গ্লুকোজ ।
👉প্রশ্ন ১০
কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানাের জন্য ব্যবহূত হয় ?
( a ) নিকোটিন
( b ) রেসারপিন
( c ) কুইনাইন
( d ) মরফিন
উত্তর।।
রেসারপিন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানাের জন্য ব্যবহৃত হয় ।
Comments
Post a Comment