নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ
✵প্রশ্ন:১
স্পেনের গৃহযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন—
(a) মুসােলিনি
(b) ফ্রাঙ্কো
(c) হিটলার
(d) স্ট্যালিন
উত্তর: B
✵প্রশ্ন:২
কালাে কোর্তা বা ব্ল্যাক শার্ট বলা হত—
(a) ইয়ং বেঙ্গলদের
(b) ইয়ং ইতালিদের
(c) ফ্যাসিস্টদের
(d) রুশদের
উত্তর: C
✵প্রশ্ন:৩
হিটলারের বিদেশ নীতির একটি উদ্দেশ্য ছিল—
(a) বাইরের দেশগুলি থেকে সম্পদ আহরণ করা
(b) বৃহত্তর জার্মান সাম্রাজ্য গঠন করা
(c) বিভিন্ন দেশ থেকে দাসদের সংগ্রহ করা
(d) বাইরের দেশগুলি থেকে সেনা জোগাড় করা
উত্তর: D
✵প্রশ্ন:৪
জাতিপুঞ্জে কোনাে প্রস্তাব বা সিদ্ধান্ত নাকচ করার ক্ষমতাকে বলা হয়—
(a) সিয়েটো
(b) ন্যাটো
(c) সেন্টো
(d) ভেটো
উত্তর: D
✵প্রশ্ন:৫
নাতসি গুপ্ত পুলিশের নাম হল—
(a) চেকা
(b) গেস্টাপো
(c) সোভ্নারকম
(d) স্ট্রম ট্রুপার্স
উত্তর: B
✵প্রশ্ন:৬
জার্মানির একজন সমাজতান্ত্রিক নেতা ছিলেন—
(a) ফ্রাঙ্কো
(b) মুসােলিনি
(c) ফ্রেডরিক ইবার্ট
(d) স্ট্যালিন
উত্তর: C
✵প্রশ্ন:৭
"I am all for nation"—এই স্বীকারোক্তির মধ্যেই—
(a) হিটলারের পররাষ্ট্রনীতির প্রকৃত পরিচয় মেলে
(b) মুসোলিনির পররাষ্ট্রনীতির প্রকৃত পরিচয় মেলে
(c) ফ্রাঙ্কেকার পররাষ্ট্রনীতির প্রকৃত পরিচয় মেলে
(d) স্ট্যালিনের পররাষ্ট্রনীতির প্রকৃত পরিচয় মেলে
উত্তর: B
✵প্রশ্ন:৮
ইতালিতে কিশাের ও যুবকদের নিয়ে গঠিত ফ্যাসিস্ট সংগঠনের নাম ছিল—
(a) বালিল্লা
(b) গ্র্যান্ড কাউন্সিল
(c) স্কোয়াড্রিজম
(d) চেম্বার অব ডেপুটিস
উত্তর: A
✵প্রশ্ন:৯
নাতসি দলের প্রতীক চিহ্ন ছিল—
(a) চেকা
(b) গেস্টাপো
(c) এলিট গার্ডস
(d) স্বস্তিকা
উত্তর: D
✵প্রশ্ন:১০
ইতালির পৌর প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকারীদের নাম ছিল—
(a) আভান গারদিয়া
(b) পেডােস্টাসরা
(c) পপুলার ফ্রন্ট
(d) স্কোয়াড্রিজম
উত্তর: B
===============================================================
👉"নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ" - সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
👉"নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ" - সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
===============================================================
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment