ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন
প্রশ্ন:১
বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) ১৯৫০ খ্রিস্টাব্দে
(b) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(c) ১৯৬০ খ্রিস্টাব্দে
(d) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
প্রশ্ন:২
চিনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়—
(a) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(c) ১৯৫২ খ্রিস্টাব্দে
(d) ১৯৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
প্রশ্ন:৩
জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়—
(a) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(b) ১৯৬১ খ্রিস্টাব্দে
(c) ১৯৬৭ খ্রিস্টাব্দে
(d) ১৯৭৪ খ্রিস্টাব্দে
উত্তর: A
প্রশ্ন:৪
জাতিপুঞ্জের সনদে কয়টি দেশ স্বাক্ষর করেছিল—
(a) ৫১
(b) ৫২
(c) ৫৩
(d) ৫৪
উত্তর: A
প্রশ্ন:৫
শ্রীলঙ্কা পূর্ণ স্বাধীন দেশের মর্যাদা লাভ করে—
(a) ১৯৪২ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৮ খ্রিস্টাব্দে
উত্তর: D
প্রশ্ন:৬
মাস্কো সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) ১৯৪২ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
প্রশ্ন:৭
জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে—
(a) ১০৮
(b) ১০৯
(c) ১১০
(d) ১১১
উত্তর: D
প্রশ্ন:৮
জাতিসংঘের পতন ঘটে—
(a) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(b) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(c) ১৯৩৭ খ্রিস্টাব্দে
(d) ১৯৩৮ খ্রিস্টাব্দে
উত্তর: D
প্রশ্ন:৯
কত খ্রিস্টাব্দে গোয়া ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়—
(a) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(b) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(c) ১৯৬১ খ্রিস্টাব্দে
(d) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তর: C
প্রশ্ন:১০
ব্রহ্মদেশ কোন্ দেশের উপনিবেশ ছিল—
(a) ফ্রান্স
(b) ইংল্যান্ড
(c) পাের্তুগাল
(d) হল্যান্ড
উত্তর: B
🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇
👉ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
👉ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন সেট ৪ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇
Comments
Post a Comment