[MCQ]Geography - Mountains, Plateaus and Plains।।পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি।।সেট ৩।।solve.org.in
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন👆
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
❁প্রশ্ন:১
যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন হল :
(a) ভঙ্গিল পর্বত
(b) ক্ষয়জাত পর্বত
(c) আগ্নেয় পর্বত
উত্তর:
ভঙ্গিল পর্বত।
❁প্রশ্ন:২
ব্যবচ্ছিন্ন মালভূমি হল :
(a) তিব্বত
(b) মালনাদ
(c) ডেকানট্রাপ
উত্তর:
মালনাদ।
❁প্রশ্ন:৩
আউট ওয়াশ সমভূমি সৃষ্টি হয় :
(a) হিমবাহের সঞ্চয় কাজের ফলে
(b) বায়ুর সঞ্চয় কাজের ফলে
(c) হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে
উত্তর:
হিমবাহের সঞ্চয় কাজের ফলে।
❁প্রশ্ন:৪
মাউন্ট ফুজিয়ামা একটি :
(a) সক্রিয় আগ্নেয়গিরি
(b) সুপ্ত আগ্নেয়গিরি
(c) মৃত আগ্নেয়গিরি
উত্তর:
সক্রিয় আগ্নেয়গিরি।
❁প্রশ্ন:৫
একটি লাভাগঠিত (সঞ্চয়জাত) মালভূমির উদাহরণ হল :
(a) লাদাখ মালভূমি
(b) ছােটনাগপুর মালভূমি
(c) মহারাষ্ট্র মালভূমি ।
উত্তর:
মহারাষ্ট্র মালভূমি।
❁প্রশ্ন:৬
হাওয়াই দ্বীপের মৌনালােয়া একটি :
(a) সুপ্ত আগ্নেয়গিরি
(b) মৃত আগ্নেয়গিরি
(c) জীবন্ত আগ্নেয়গিরি
উত্তর:
জীবন্ত আগ্নেয়গিরি।
❁প্রশ্ন:৭
গ্রানাইট শিলা গঠিত পাহাড়ের চূড়াগুলি :
(a) গম্বুজাকৃতি হয়
(b) চ্যাপ্টা হয়
(c) গােলাকার হয়
উত্তর:
গােলাকার হয়।
❁প্রশ্ন:৮
লাভা গঠিত মালভূমির উদাহরণ হল :
(a) পামির মালভূমি
(b) ছােটনাগপুর মালভূমি
(c) ডেকানট্রাপ
উত্তর:
ডেকানট্রাপ।
❁প্রশ্ন:৯
চিনের হােয়াংহাে নদী অববাহিকার সমভূমিটি একটি :
(a) প্লাবন সমভূমি
(b) বদ্বীপ সমভূমি
(c) লােয়েস সমভূমি
উত্তর:
লােয়েস সমভূমি।
❁প্রশ্ন:১০
পাত সঞ্চারণের ফলে সৃষ্টি হয় :
(a) পেডিমেন্ট
(b) ভঙ্গিল পর্বত
(c) ক্ষয়জাত পর্বত
উত্তর:
ভঙ্গিল পর্বত ৷
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি সেট ৪ দেখার জন্য এখানে ক্লিক করুন 👆
Comments
Post a Comment