বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ
⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼
⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼
❁প্রশ্ন:১
পলিগার বিদ্রোহ সংঘটিত হয়—
(a) ১৭৮৩ খ্রিস্টাব্দে
(b) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(c) ১৭৮৭ খ্রিস্টাব্দে
(d) ১৭৮৯ খ্রিস্টাব্দে
উত্তর:
১৭৮৩ খ্রিস্টাব্দে
❁প্রশ্ন:২
বাংলার নীলচাষিদের ওপর নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়—
(a) তত্ত্ববোধিনী
(b) হিন্দু প্যাট্রিয়ট
(c) বন্দেমাতরম্
(d) সমাচার চন্দ্রিকা
উত্তর:
সমাচার চন্দ্রিকা
❁প্রশ্ন:৩
উড়িষ্যায় বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে সংগঠিত হয়—
(a) চুয়াড় বিদ্রোহ
(b) পাইক বিদ্রোহ
(c) বারানসী বিদ্রোহ
(d) রংপুর বিদ্রোহ
উত্তর:
পাইক বিদ্রোহ
❁প্রশ্ন:৪
বালাকোটের যুদ্ধ হয়েছিল—
(a) ১৮২৬ খ্রিস্টাব্দে
(b) ১৮৩১ খ্রিস্টাব্দে
(c) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(d) ১৮৪১ খ্রিস্টাব্দে
উত্তর:
১৮৩১ খ্রিস্টাব্দে
❁প্রশ্ন:৫
বিহারের ছোটোনাগপুর অঞ্চলে বিরসা মুন্ডার নেতৃত্বে গড়ে ওঠে—
(a) ভিল
(b) মুন্ডা
(c) কোল
(d) সাঁওতাল
উত্তর:
মুন্ডা
❁প্রশ্ন:৬
মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি প্রকাশিত হয়—
(a) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(b) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(c) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(d) ১৮৫৯ খ্রিস্টাব্দে
উত্তর:
১৮৫৮ খ্রিস্টাব্দে
❁প্রশ্ন:৭
‘ভাইসরয়’ কথাটির অর্থ হল—
(a) দেওয়ান
(b) রাজপ্রতিনিধি
(c) গভর্নরের প্রতিনিধি
(d) মধ্যস্বত্বভােগী
উত্তর:
রাজপ্রতিনিধি
❁প্রশ্ন:৮
চুয়াড় বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল—
(a) সিংভূমে
(b) ধলভূমে
(c) মানভূমে
(d) বীরভূমে
উত্তর:
ধলভূমে
❁প্রশ্ন:৯
বাঁশের কেল্লা তৈরি করেন—
(a) নােয়ামিঞা
(b) ইয়াহিয়া আলি
(c) চিরাগ আলি শাহ্
(d) তিতুমির
উত্তর:
তিতুমির
❁প্রশ্ন:১০
দুদুমিঞার অপর নাম—
(a) মহম্মদ মহসিন
(b) ধুন্দুপন্থ
(c) মহম্মদ খান
(d) আবদুল হক
উত্তর:
মহম্মদ মহসিন
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
📌আরো দেখুন
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
⚡ভারতের ইতিহাস⇛ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার⇛সেট ১
⚡ভারতের ইতিহাস⇛ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার⇛সেট ২
⚡ভারতের ইতিহাস⇛ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার⇛সেট ৩
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

Comments
Post a Comment