জাতীয় আন্দোলনের প্রথম যুগ
🕮প্রশ্ন:১
বঙ্গভঙ্গের সময় গভর্নর-জেনারেল ছিলেন—
(a) ওয়ারেন হেস্টিংস
(b) ওয়েলেসলি
(c) কার্জন
(d) উইলিয়াম বেন্টিঙ্ক
উত্তর: C
🕮প্রশ্ন:২
‘আনন্দ মণ্ডল’ আসলে একটি—
(a) বিপ্লবী দল
(b) ক্লাব
(c) রাজনৈতিক দল
(d) গুপ্ত সমিতি
উত্তর: D
🕮প্রশ্ন:৩
‘রাষ্ট্রগুরু’ নামে কে পরিচিত?
(a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(c) জওহরলাল নেহরু
(d) মহাত্মা গান্ধি
উত্তর: A
🕮প্রশ্ন:৪
‘পদ্ম’ ও ‘ছুরিকা’ হল আসলে একটি—
(a) গুপ্ত সমিতি
(b) বিপ্লবী দল
(c) ক্লাব
(d) রাজনৈতিক দল
উত্তর: A
🕮প্রশ্ন:৫
‘পাঞ্জাব কেশরী’ বলা হত—
(a) বিপিনচন্দ্র পালকে
(b) লালা লাজপত রায়কে
(c) অরবিন্দ ঘােষকে
(d) বালগঙ্গাধর তিলককে
উত্তর: B
🕮প্রশ্ন:৬
বাংলার জাতীয় বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন—
(a) সুশীল ধারা
(b) অরবিন্দ ঘােষ
(c) চিত্তরঞ্জন দাশ
(d) যতীন্দ্রমােহন সেনগুপ্ত
উত্তর: B
🕮প্রশ্ন:৭
বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন বাংলা প্রদেশের গভর্নর হিসেবে নির্বাচিত হন—
(a) ক্যানিং
(b) হার্ডিঞ্জ
(c) লিনলিথগাে
(d) ব্যামফিল্ড ফুলার
উত্তর: D
🕮প্রশ্ন:৮
‘অ্যান্টি সার্কুলার সােসাইটি’ গঠন করেন—
(a) দ্বারকানাথ মিত্র
(b) অমৃতলাল বসু
(c) শচীন্দ্র প্রসাদ বসু
(d) কিশােরীচাঁদ মিত্র
উত্তর: C
🕮প্রশ্ন:৯
‘বেঙ্গল কেমিক্যালস’- এর প্রতিষ্ঠাতা হলেন—
(a) জগদীশচন্দ্র বসু
(b) চন্দ্রশেখর ভেঙ্কটরামন
(c) মেঘনাদ সাহা
(d) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
উত্তর: D
🕮প্রশ্ন:১০
বঙ্গভঙ্গ আন্দোলনের সময় প্রথম কোথায় জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় ?
(a) কানপুরে
(b) মজঃফরপুরে
(c) রংপুরে
(d) মেদিনীপুরে
উত্তর: C
-------------------------------------------------------------------------------------------------------
👉"জাতীয় আন্দোলনের প্রথম যুগ" সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন [PREV]
👉"জাতীয় আন্দোলনের প্রথম যুগ" সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন [NEXT]
-------------------------------------------------------------------------------------------------------
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment