পদার্থ ও রসায়ন বিদ্যা>>>অবস্থার পরিবর্তন
🔖প্রশ্ন:১
চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক—
(a) বেড়ে যায়
(b) কমে যায়
(c) একই থাকে
উত্তর: A
🔖প্রশ্ন:২
চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: B
🔖প্রশ্ন:৩
100°C উষ্ণতায় 2 g জল ওই উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত হতে প্রয়ােজনীয় তাপের পরিমাণ—
(a) 160 cal
(b) 200 cal
(c) 1074 cal
উত্তর: C
🔖প্রশ্ন:৪
বটমলির পরীক্ষার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা হওয়া দরকার—
(a) 0°C
(b) 0°C এর বেশি
(c) 0°C এর কম
উত্তর: B
🔖প্রশ্ন:৫
বিশুদ্ধ জলের তুলনায় সমুদ্র জলের স্ফুটনাঙ্ক—
(a) বেশি
(b) কম
(c) সমান
উত্তর: A
🔖প্রশ্ন:৬
চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: A
🔖প্রশ্ন:৭
জলে কোনাে অপদ্রব্য মিশ্রিত থাকলে জলের স্ফুটনাঙ্ক—
(a) বেড়ে যায়
(b) কমে যায়
(c) একই থাকে
উত্তর: A
🔖প্রশ্ন:৮
100°C উষ্ণতার 1 g জলীয় বাষ্পে একই উষ্ণতার 1 g জলের তুলনায় তাপ—
(a) কম থাকে
(b) বেশি থাকে
(c) সমান থাকে
উত্তর: B
🔖প্রশ্ন:৯
লীন তাপ পদার্থের—
(a) উষ্ণতা বাড়ায়
(b) উষ্ণতা কমায়
(c) অবস্থান্তর করে
উত্তর: C
🔖প্রশ্ন:১০
নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটির সেটি হল—
(a) কাচ
(b) বরফ
(c) তামা
উত্তর: A
===============================================================
👉অবস্থার পরিবর্তন সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন [NEXT]
===============================================================
Comments
Post a Comment