বারিমণ্ডল
❊ প্রশ্ন:১
ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায় :
(a) প্রশান্ত মহাসাগরে
(b) আটলান্টিক মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
উত্তর:
প্রশান্ত মহাসাগরে ।
❊প্রশ্ন:২
পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল :
(a) প্রশান্ত মহাসাগর
(b) আটলান্টিক মহাসাগর
(c) ভারত মহাসাগর
উত্তর:
প্রশান্ত মহাসাগর ।
❊প্রশ্ন:৩
নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় :
(a) ক্যানারি স্রোতের সঙ্গে উপসাগরীয় স্রোতের মিলনের ফলে
(b) উপসাগরীয় স্রোত ও উত্তর আটলান্টিক স্রোতের মিলনের ফলে
(c) উপসাগরীয় স্রোত ও লাব্রাডর স্রোতের মিলনের ফলে ।
উত্তর:
উপসাগরীয় স্রোত ও লাব্রাডর স্রোতের মিলনের ফলে ।
❊প্রশ্ন:৪
বেরিং স্রোতটি হল :
(a) আটলান্টিক মহাসাগরীয় স্রোত
(b) প্রশান্ত মহাসাগরীয় স্রোত
(c) ভারত মহাসাগরীয় স্রোত
উত্তর:
প্রশান্ত মহাসাগরীয় স্রোত ।
❊প্রশ্ন:৫
উষ্ণ কুরোশিয়ো স্রোতের সৃষ্টি হয় :
(a) প্রশান্ত মহাসাগরে
(b) আটলান্টিক মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
উত্তর:
প্রশান্ত মহাসাগরে ৷
❊প্রশ্ন:৬
উপসাগরীয় স্রোত দেখা যায় :
(a) প্রশান্ত মহাসাগরে
(b) আটলান্টিক মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
উত্তর:
আটলান্টিক মহাসাগরে ।
❊প্রশ্ন:৭
জাপান উপকূলে টাইফুন নামে ভয়ংকর ঝড় তুফানের সৃষ্টি হয় :
(a) উষ্ণ নিউ সাউথ ওয়েলস স্রোত ও শীতল পেরু স্রোতের মিলনের ফলে
(b) উষ্ণ নিরক্ষীয় বিপরীত স্রোত ও শীতল কুমেরু স্রোতের মিলনের ফলে
(c) উষ্ণ কুরােশিয়ো স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনের ফলে
উত্তর:
উষ্ণ কুরােশিয়ো স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনের ফলে ।
❊প্রশ্ন:৮
আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের দ্বারা সেটি হল :
(a) বেঙ্গুয়েলা স্রোত
(b) লাব্রাডার স্রোত
(c) ক্যানারি স্রোত
উত্তর:
ক্যানারি স্রোত ।
❊প্রশ্ন:৯
গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রে সমুদ্রস্রোতের গতি :
(a) বেশি
(b) কম
(c) সমান
উত্তর:
বেশি ।
❊প্রশ্ন:১০
আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে প্রশান্ত মহাসাগরের যে স্রোতটির মিল রয়েছে সেটি হল :
(a) কুরোশিয়ো স্রোত
(b) বেরিং স্রোত
(c) কামচাটকা স্রোত
উত্তর:
কুরোশিয়ো স্রোত ।
======================================================================
👉বারিমণ্ডল সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
======================================================================
আরো দেখুন
======================================================================
Comments
Post a Comment