নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
শব্দ
প্রশ্ন:১
256 কম্পাঙ্কের সমমেল হল—
(a) 625
(b) 562
(c) 512
উত্তর: C
প্রশ্ন:২
স্টেথােস্কোপ যে ঘটনার ব্যাবহারিক প্রয়ােগ তা হল—
(a) শব্দের অনুরণন
(b) শব্দের প্রতিসরণ
(c) শব্দের প্রতিফলন
উত্তর: C
প্রশ্ন:৩
কোনাে সুরের কম্পাঙ্ক 256 হলে এর পরবর্তী অষ্টক সুরের কম্পাঙ্ক হবে—
(a) 2048
(b) 512
(c) 128
উত্তর: B
প্রশ্ন:৪
স্থির কম্পাঙ্কে কম্পনশীল একটি বস্তু A মাধ্যমে 10 cm দীর্ঘ এবং B মাধ্যমে 20 cm দীর্ঘ তরঙ্গ উৎপন্ন করে। এই মাধ্যম দুটিতে তরঙ্গের বেগের অনুপাত হল—
(a) 1:2
(b) 2:1
(c) 2:3
উত্তর: A
প্রশ্ন:৫
প্রতিধ্বনি হল—
(a) শব্দের উৎস
(b) শব্দের প্রতিফলন
(c) কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
বিশুদ্ধ সুর পাওয়া যায়—
(a) তার যন্ত্রে
(b) সুরশলাকায়
(c) খােলানলে
উত্তর: B
প্রশ্ন:৭
কম্পাঙ্ক বৃদ্ধি পেলে—
(a) শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
(b) শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পায়
(c) শব্দের প্রতিফলন বৃদ্ধি পায়
উত্তর: A
প্রশ্ন:৮
বজ্রের ঝলক দেখার 3 s পরে বজ্রপাতের শব্দ শােনা গেল, বজ্রপাতের স্থান থেকে শ্রোতার দূরত্ব হল—
(a) 996 m
(b) 110.6 m
(c) 498 m
উত্তর: A
প্রশ্ন:৯
শব্দের বেগ সর্বাধিক যে মাধ্যমে সেটি হল—
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
উত্তর: A
প্রশ্ন:১০
শ্রুতিগোচর শব্দের কম্পঙ্কের সর্বোচ্চ সীমা—
(a) 20 Hz
(b) 20000 Hz
(c) 40000 Hz
উত্তর: B
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Comments
Post a Comment