বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
শব্দ
প্রশ্ন:১
256 কম্পাঙ্কের সমমেল হল—
(a) 625
(b) 562
(c) 512
উত্তর: C
প্রশ্ন:২
স্টেথােস্কোপ যে ঘটনার ব্যাবহারিক প্রয়ােগ তা হল—
(a) শব্দের অনুরণন
(b) শব্দের প্রতিসরণ
(c) শব্দের প্রতিফলন
উত্তর: C
প্রশ্ন:৩
কোনাে সুরের কম্পাঙ্ক 256 হলে এর পরবর্তী অষ্টক সুরের কম্পাঙ্ক হবে—
(a) 2048
(b) 512
(c) 128
উত্তর: B
প্রশ্ন:৪
স্থির কম্পাঙ্কে কম্পনশীল একটি বস্তু A মাধ্যমে 10 cm দীর্ঘ এবং B মাধ্যমে 20 cm দীর্ঘ তরঙ্গ উৎপন্ন করে। এই মাধ্যম দুটিতে তরঙ্গের বেগের অনুপাত হল—
(a) 1:2
(b) 2:1
(c) 2:3
উত্তর: A
প্রশ্ন:৫
প্রতিধ্বনি হল—
(a) শব্দের উৎস
(b) শব্দের প্রতিফলন
(c) কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
বিশুদ্ধ সুর পাওয়া যায়—
(a) তার যন্ত্রে
(b) সুরশলাকায়
(c) খােলানলে
উত্তর: B
প্রশ্ন:৭
কম্পাঙ্ক বৃদ্ধি পেলে—
(a) শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
(b) শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পায়
(c) শব্দের প্রতিফলন বৃদ্ধি পায়
উত্তর: A
প্রশ্ন:৮
বজ্রের ঝলক দেখার 3 s পরে বজ্রপাতের শব্দ শােনা গেল, বজ্রপাতের স্থান থেকে শ্রোতার দূরত্ব হল—
(a) 996 m
(b) 110.6 m
(c) 498 m
উত্তর: A
প্রশ্ন:৯
শব্দের বেগ সর্বাধিক যে মাধ্যমে সেটি হল—
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
উত্তর: A
প্রশ্ন:১০
শ্রুতিগোচর শব্দের কম্পঙ্কের সর্বোচ্চ সীমা—
(a) 20 Hz
(b) 20000 Hz
(c) 40000 Hz
উত্তর: B
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Comments
Post a Comment