কার্য, ক্ষমতা ও শক্তি
✮প্রশ্ন:১
হর্সপাওয়ার (HP) কিসের একক—
(a) ক্ষমতার
(b) কার্যের
(c) শক্তির
উত্তর: A
✮প্রশ্ন:২
SI-তে গতিশক্তির একক হল—
(a) erg
(b) HP
(c) joule
উত্তর: C
✮প্রশ্ন:৩
বস্তুর শক্তি ছাড়া বস্তুর ভরবেগ—
(a) থাকতে পারে
(b) থাকতে পারে না
(c) থাকবে কিংবা থাকবে না এটা বলা সম্ভব নয়
উত্তর: B
✮প্রশ্ন:৪
ঘড়িতে দম দিলে কোন্ শক্তি সঞ্চিত হয়—
(a) স্থিতিশক্তি
(b) গতিশক্তি
(c) কোনোটিই নয়
উত্তর: A
✮প্রশ্ন:৫
শক্তির মাত্রা—
(a) ML^2T^-2
(b) MLT^-2
(c) MLT^-1
উত্তর: A
✮প্রশ্ন:৬
দুটি লােকের ওজন ভিন্ন। একজন ভারী এবং অপরজন হালকা। লােক দুটি একটি বাড়ির সিঁড়ি দিয়ে একই সময়ে একতলা থেকে দোতালায় পৌঁছােল। নীচের কোন্ বক্তব্যটি সঠিক ?
(a) উভয়ের ক্ষমতা সমান
(b) ভারী লােকটির ক্ষমতা বেশি
(c) হালকা লােকটির ক্ষমতা বেশি
উত্তর: B
✮প্রশ্ন:৭
বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি—
(a) থাকতে পারে
(b) থাকতে পারে না
(c) থাকবে কিংবা থাকবে না এটা বলা সম্ভব নয়
উত্তর: A
✮প্রশ্ন:৮
একজন বালক 5 s-এ 2000erg কার্য করে। একজন বালিকা 10 s-এ 2000erg কার্য করে। নীচের কোন্ বক্তব্যটি সঠিক ?
(a) উভয়ের ক্ষমতা সমান
(b) বালকের ক্ষমতা বেশি
(c) বালিকার ক্ষমতা বেশি
উত্তর: B
✮প্রশ্ন:৯
বাঁধ (dam)- এর জলে সঞ্চিত হয়—
(a) স্থিতিশক্তি
(b) গতিশক্তি
(c) কোনোটিই নয়
উত্তর: A
✮প্রশ্ন:১০
একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি—
(a) চারগুণ হয়
(b) আটগুণ হয়
(c) অর্ধেক হয়
উত্তর: B
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
👉কার্য, ক্ষমতা ও শক্তি সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
Comments
Post a Comment