আলো
প্রশ্ন:১
প্রতিফলনে পার্শ্বীয় পরিবর্তন হয় যখন বস্তুটি—
(a) স্বচ্ছ
(b) প্রতিসম
(c) অপ্রতিসম
উত্তর: C
প্রশ্ন:২
যে শ্রেণীর অক্ষরগুলিতে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হল—
(a) BDO
(b) PSR
(c) OMU
উত্তর: C
প্রশ্ন:৩
একটি ঘড়ির ডায়ালে সংখ্যার পরিবর্তে দাগ চিহ্ন আছে। একটি সমতল আয়নায় দেখে মনে হল 9 টা 20 মিনিট বেজেছে। তখন প্রকৃত সময় ছিল—
(a) 9 টা 20 মিনিট
(b) 2 টো 40 মিনিট
(c) 8 টা 40 মিনিট
উত্তর: B
প্রশ্ন:৪
একটি সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির জন্য আপতন কোণের মান—
(a) 90°
(b) 0°
(c) 45°
উত্তর: B
প্রশ্ন:৫
কোনাে আলােকরশ্মি কোনাে দর্পণের তলের সঙ্গে 40° কোণ করে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে—
(a) 50°
(b) 40°
(c) 80°
উত্তর: A
প্রশ্ন:৬
একটি বস্তু দর্পণ থেকে 20 cm দূরে আছে। বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে যে দূরে অবস্থিত তা হল—
(a) 20 cm
(b) 30 cm
(c) 40 cm
উত্তর: C
প্রশ্ন:৭
সিনেমার পর্দা হওয়া উচিত—
(a) সাদা ও অমসৃণ
(b) মসৃণ ও সাদা
(c) রঙিন ও মসৃণ
উত্তর: A
প্রশ্ন:৮
আলোকরশ্মির চ্যুতিকোণ 90° হতে হলে সমতল দর্পণে কোনাে রশ্মির আপতন কোণ হবে—
(a) 60°
(b) 45°
(c) 30°
উত্তর: B
প্রশ্ন:৯
বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিফলনের সূত্র—
(a) মেনে চলে
(b) মেনে চলে না
(c) কখনো-কখনো মেনে চলে
উত্তর: A
প্রশ্ন:১০
একটি সমতল দর্পণের ওপর আলােকরশ্মি 30° কোণে আপতিত হলে চ্যুতিকোণ হবে—
(a) 60°
(b) 120°
(c) 150°
উত্তর: B
***************************************************************
আলো সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
***************************************************************
Comments
Post a Comment