ভারতের ভূপ্রকৃতি
প্রশ্ন:১
পূর্ব ও পশ্চিম হিমালয়ের সীমানা হল :
(a) দার্জিলিং হিমালয়
(b) কাশ্মীর হিমালয়
(c) মধ্য হিমালয়
উত্তর: মধ্য হিমালয় ।
প্রশ্ন:২
করমণ্ডল উপকূল অবস্থিত ভারতের :
(a) পশ্চিম উপকূলে
(b) পূর্ব উপকূলে
(c) উত্তর ভারতে
উত্তর: পূর্ব উপকূলে ।
প্রশ্ন:৩
নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম :
(a) আনাইমুদি
(b) ডােডাবেট্টা
(c) কার্ডামম
উত্তর: ডােডাবেট্টা ।
প্রশ্ন:৪
শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযােগ রক্ষা করেছে :
(a) নাথুলা পাস
(b) বানিহাল পাস
(c) জোজিলা পাস
উত্তর: বানিহাল পাস ।
প্রশ্ন:৫
ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল :
(a) কুমারিকা অন্তরীপ
(b) ক্যালিমিয়ার অন্তরীপ
(c) ইন্দিরা পয়েন্ট
উত্তর: কুমারিকা অন্তরীপ ।
প্রশ্ন:৬
শিবালিক পর্বতশ্রেণি অবস্থিত হিমালয় পর্বতের :
(a) সর্ব উত্তরে
(b) মধ্যভাগে
(c) সর্ব দক্ষিণে
উত্তর: সর্ব দক্ষিণে ।
প্রশ্ন:৭
ভারতের প্রমাণ দ্রাঘিমা হল :
(a) ৮০°৩০’
(b) ৮২°৩০’
(c) ৮৮°৩০’
উত্তর: ৮২°৩০’ ।
প্রশ্ন:৮
উত্তর-দক্ষিণে ভারতের দৈর্ঘ্য হল :
(a) ৩,২১৪ কিমি
(b) ২,৯৩৩ কিমি
(c) ৪,০৩৩ কিমি
উত্তর: ৩,২১৪ কিমি ।
প্রশ্ন:৯
ভারতের প্রাচীনতম পর্বতটি হল :
(a) বিন্ধ্য
(b) হিমালয়
(c) আরাবল্লী
উত্তর: আরাবল্লী ।
প্রশ্ন:১০
নাঙ্গা পর্বত অবস্থিত :
(a) কাশ্মীর হিমালয়ে
(b) হিমাচল হিমালয়ে
(c) কারাকোরাম পর্বতে
উত্তর: কাশ্মীর হিমালয়ে ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
👉ভারতের ভূপ্রকৃতি ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Comments
Post a Comment