পদার্থ ও রসায়ন বিদ্যা⋙পরিমাপের পদ্ধতি
📗প্রশ্ন:১
SI- তে তাপমাত্রার একক হল—
(a) degree celsius
(b) candela
(c) kelvin
উত্তর: C
📗প্রশ্ন:২
সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর—(a) ভর মাপা হয়
(b) ওজন মাপা হয়
(c) ভর ও ওজন উভয়ই মাপা হয়
উত্তর: A
📗প্রশ্ন:৩
সঠিক দৈর্ঘ্য মাপার কাজে যে পদার্থের তৈরি সাধারণ স্কেল উপযুক্ত তা হল—(a) ইস্পাত
(b) কাঠ
(c) অ্যালুমিনিয়াম
উত্তর: B
📗প্রশ্ন:৪
SI- তে কোনাে পদার্থের ঘনত্বের সাংখ্যমান CGS পদ্ধতিতে এই পদার্থের ঘনত্বের সাংখ্যমানের—(a) সমান
(b) বেশি
(c) কম
উত্তর: B
📗প্রশ্ন:৫
স্টপওয়াচের চাবি তৃতীয়বার টিপলে কাঁটাগুলি—(a) চলতে শুরু করে
(b) চলা বন্ধ করে
(c) প্রারম্ভিক অবস্থানে আসে
উত্তর: C
📗প্রশ্ন:৬
অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল—(a) তুলাযন্ত্র
(b) মাপনী চোঙ
(c) মিটার স্কেল
উত্তর: B
📗প্রশ্ন:৭
একটি সমজাতীয় সম্পর্ক হল—(a) গ্রাম, ডেকাগ্রাম, মিলিগ্রাম
(b) ভর, দৈর্ঘ্য, ক্ষেত্রফল
(c) গ্রাম, পাউন্ড, গ্যালন
উত্তর: A
📗প্রশ্ন:৮
4°C উন্নতায় 5 cm^3 জলের ভর—(a) 5 g
(b) 5 kg
(c) 5 lb
উত্তর: A
📗প্রশ্ন:৯
যে পাত্রে 100 g জল ধরে সেই পাত্রে যে পরিমাণ পারদ ধরবে তা হল— [ পারদের ঘনত্ব = 13.6 g.cm^-3 ](a) 7.35 g
(b) 1360 g
(c) 0.136 g
উত্তর: B
📗প্রশ্ন:১০
নীচের কোন্ বক্তব্যটি সঠিক ?(a) তাপমাত্রা একটি স্কেলার রাশি
(b) g.s^-2 ঘনত্বের একক
(c) আলােকবর্ষ সময়ের একক
উত্তর: A
=============================================================
👉পরিমাপের পদ্ধতি সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
=============================================================
Comments
Post a Comment