আবহবিকার ও মাটির উৎপত্তি
📚প্রশ্ন:১
তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় :
(a) শীতল অঞ্চলে
(b) উষ্ণ অঞ্চলে
(c) নাতিশীতােষ্ণ অঞ্চলে
উত্তর:
শীতল অঞ্চলে ৷
📚প্রশ্ন:২
তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকার হল :
(a) ক্ষুদ্রকণা বিশরণ
(b) অঙ্গার যােজন
(c) তুহিন খণ্ডীকরণ
উত্তর:
ক্ষুদ্রকণা বিশরণ।
📚প্রশ্ন:৩
যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে বলে :
(a) এঁটেল মাটি
(b) দো-আঁশ মাটি
(c) বেলে মাটি
উত্তর:
এঁটেল মাটি।
📚প্রশ্ন:৪
শিলায় মরচে ধরে :
(a) জলযােজন
(b) জারণ
(c) অঙ্গারযােজন
উত্তর:
জারণ প্রক্রিয়ার ফলে।
📚প্রশ্ন:৫
ভূপৃষ্ঠস্থ চূর্ণবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে বলে :
(a) ক্ষয়ীভবন
(b) নগ্নীভবন
(c) বিচূর্ণীভবন
উত্তর:
ক্ষয়ীভবন।
📚প্রশ্ন:৬
উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খােসার মতাে খুলে গেলে তাকে বলে :
(a) পিণ্ড বিশরণ
(b) শল্কমােচন
(c) ক্ষুদ্রকণা বিশরণ
উত্তর:
শল্কমােচন।
📚প্রশ্ন:৭
সর্বাধিক রাসায়নিক আবহবিকার ঘটে থাকে :
(a) মরুপ্রায় অঞ্চলে
(b) তুন্দ্রা অঞ্চলে
(c) ক্রান্তিয় মৌসুমি অঞ্চলে
উত্তর:
ক্রান্তিয় মৌসুমি অঞ্চলে।
📚প্রশ্ন:৮
কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে বলে :
(a) পলিমাটি
(b) ল্যাটেরাইট মাটি
(c) লােয়েস মাটি
উত্তর:
লােয়েস মাটি।
📚প্রশ্ন:৯
আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার বেশি মাত্রায় দেখা যায়, তা হল :
(a) যান্ত্রিক আবহবিকার
(b) রাসায়নিক আবহবিকার
(c) জৈবিক আবহবিকার
উত্তর:
রাসায়নিক আবহবিকার।
📚প্রশ্ন:১০
যে জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায়, তা হল :
(a) উষ্ণ মরু অঞ্চল
(b) তুন্দ্রা অঞ্চল
(c) সাভানা অঞ্চল
উত্তর:
উষ্ণ মরু অঞ্চল।
------------------------------------------------------------------------------------------------
আবহবিকার ও মাটির উৎপত্তি সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন
------------------------------------------------------------------------------------------------
নিচের প্রশ্নোত্তর সেটগুলি দেখতে পারেন
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
Comments
Post a Comment