পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন্ সংস্থা ?
উত্তর: CSO।
প্রশ্ন:২
ভারতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয় ?
উত্তর: জাতীয় উন্নয়ন পরিষদ।
প্রশ্ন:৩
এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
উত্তর: ভারতের অর্থ সচিব।
প্রশ্ন:৪
মহলানবীশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের ওপরে উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল তা হল—
উত্তর: ভারী মূলধন বস্তু প্রস্তুতকারক শিল্প।
প্রশ্ন:৫
ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর: জহরলাল নেহেরু।
প্রশ্ন:৬
জাতীয় উন্নয়ন কমিশনের কাজ হল—
উত্তর: পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা।
প্রশ্ন:৭
অর্থনীতিতে দেউলিয়া বলতে বোঝায় ?
উত্তর: দায়>সম্পত্তি।
প্রশ্ন:৮
কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?
উত্তর: তৃতীয়।
প্রশ্ন:৯
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয় ?
উত্তর: 1951।
প্রশ্ন:১০
অর্থ কমিশনের নিয়োগ কে করে থাকেন ?
উত্তর: রাষ্ট্রপতি।
Comments
Post a Comment