পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ব্লাকফুট ডিজিস হয়ে থাকে কীসের প্রভাবে ?
উত্তর: আর্সেনিকের প্রভাবে।
প্রশ্ন:২
অণুচক্রিকার প্রধান কাজ কি ?
উত্তর: রক্ততঞ্চনে সহায়তা করা।
প্রশ্ন:৩
গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন ?
উত্তর: বুদ্ধগয়া।
প্রশ্ন:৪
কামরূপ রাজবংশ কোন্ রাজ্যে ছিল ?
উত্তর: আসামে।
প্রশ্ন:৫
খলজি বিপ্লব কবে হয়েছিল ?
উত্তর: ১২৯০ সালে।
প্রশ্ন:৬
পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলে ?
উত্তর: কাইম।
প্রশ্ন:৭
কোন্ প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে ?
উত্তর: কার্বোনেশন প্রক্রিয়ায়।
প্রশ্ন:৮
জলের অসমসত্ত্ব মিশ্রণকে বলা হয় ?
উত্তর: প্রলম্বন।
প্রশ্ন:৯
আধুনিক কোষ তত্ত্বের জনক কে ?
উত্তর: ম্যাথিয়াস স্নাইডেন ও থিয়োডোর সোয়ান।
প্রশ্ন:১০
নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: মহাপদ্ম নন্দ।
Comments
Post a Comment