বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
তুলাযন্ত্রে ব্যবহুত ওজন বাক্সে ক'টি ২০ গ্রামের বাটখারা থাকে ?
উত্তর: দুটি।
প্রশ্ন:২
কোন্ মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?
উত্তর: শূন্যমাধ্যমে।
প্রশ্ন:৩
ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক'বার ব্যবহৃত হয় ?
উত্তর: দুইবার।
প্রশ্ন:৪
দার্জিলিং–এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন ?
উত্তর: বায়ুর চাপ কম।
প্রশ্ন:৫
দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কী ব্যবহার করা হয় ?
উত্তর: স্টপ ওয়াচ।
প্রশ্ন:৬
আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত ?
উত্তর: 100%।
প্রশ্ন:৭
এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই ?
উত্তর: মোম।
প্রশ্ন:৮
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় ?
উত্তর: মেরু অঞ্চলে।
প্রশ্ন:৯
শুদ্ধ অদৈত্ববাদের প্রবর্তক কে?
উত্তর: বল্লভাচার্য।
প্রশ্ন:১০
কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া কোন্ ধরনের রূপান্তর ?
উত্তর: রাসায়নিক শক্তি→তাপশক্তি।
Comments
Post a Comment