পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
তুলাযন্ত্রে ব্যবহুত ওজন বাক্সে ক'টি ২০ গ্রামের বাটখারা থাকে ?
উত্তর: দুটি।
প্রশ্ন:২
কোন্ মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?
উত্তর: শূন্যমাধ্যমে।
প্রশ্ন:৩
ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক'বার ব্যবহৃত হয় ?
উত্তর: দুইবার।
প্রশ্ন:৪
দার্জিলিং–এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন ?
উত্তর: বায়ুর চাপ কম।
প্রশ্ন:৫
দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কী ব্যবহার করা হয় ?
উত্তর: স্টপ ওয়াচ।
প্রশ্ন:৬
আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত ?
উত্তর: 100%।
প্রশ্ন:৭
এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই ?
উত্তর: মোম।
প্রশ্ন:৮
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় ?
উত্তর: মেরু অঞ্চলে।
প্রশ্ন:৯
শুদ্ধ অদৈত্ববাদের প্রবর্তক কে?
উত্তর: বল্লভাচার্য।
প্রশ্ন:১০
কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া কোন্ ধরনের রূপান্তর ?
উত্তর: রাসায়নিক শক্তি→তাপশক্তি।
Comments
Post a Comment