পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কী ?
উত্তর: প্যাংগ্যাং।
প্রশ্ন:২
ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন:৩
ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো—
উত্তর: সারদা খাল।
প্রশ্ন:৪
সম্বর হ্রদ রাজস্থানের কোন্ শহরের কাছাকাছি অবস্থিত ?
উত্তর: জয়পুর।
প্রশ্ন:৫
কোন্ নদী অববাহিকায় Bad Land Topography দেখা যায় ?
উত্তর: চম্বল।
প্রশ্ন:৬
কোন্ নদী তৈরী করেছে Marble Fall ?
উত্তর: নর্মদা।
প্রশ্ন:৭
ভারতের নিম্নতম বিন্দু কোনটি ?
উত্তর: কুট্টুনাডু।
প্রশ্ন:৮
ভারতের প্রথম Biophere Reserve কোনটি ?
উত্তর: নীলগিরি।
প্রশ্ন:৯
তামিলনাড়ুতে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন্ মৌসুমী বায়ুর প্রভাবে ?
উত্তর: উত্তর–পূর্ব মৌসুমী বায়ু।
প্রশ্ন:১০
ভারতের বৃহত্তম নদীর (জল সরবরাহ দিক থেকে) নাম কী ?
উত্তর: ব্রহ্মপুত্র।
Comments
Post a Comment