পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ ছবিতে জলের নীচের দৃশ্য প্রথম পরিবেশিত হয় ?
উত্তর: আনমোল মতি।
প্রশ্ন:২
প্রথম নাট্যশালা কোথায় তৈরি হয়েছিল ?
উত্তর: এথেন্সে।
প্রশ্ন:৩
‘চারুলতা’ চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় কে অবতীর্ণ হয়েছিলেন ?
উত্তর: মাধবী মুখার্জী।
প্রশ্ন:৪
সঙ্গীতের অধিষ্ঠাত্রী বলা হয়—
উত্তর: সরস্বতীকে।
প্রশ্ন:৫
কোনটি প্রথম ভারতীয় চলচ্চিত্র ?
উত্তর: রাজা হরিশচন্দ্র।
প্রশ্ন:৬
ইহুদি মেনুয়িন কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর: বেহালা।
প্রশ্ন:৭
প্রথম ভারতীয় চলচ্চিত্রাভিনেত্রী কে ছিলেন ?
উত্তর: জুবেদা।
প্রশ্ন:৮
প্রাচীন ভারতের প্রথম নাট্যকার কাকে বলা হয় ?
উত্তর: ভরতকে।
প্রশ্ন:৯
বিদেশী চলচ্চিত্রে কোন্ ভারতীয় প্রথম সূর প্রদান করেন ?
উত্তর: পণ্ডিত রবিশংকর।
প্রশ্ন:১০
প্রথম যিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন, তিনি হলেন—
উত্তর: দেবিকা রাণী।
Comments
Post a Comment