🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন ?
উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি।
প্রশ্ন:২
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন ?
উত্তর: ৬৫ বছর।
প্রশ্ন:৩
ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ ?
উত্তর: বৌদ্ধ দের।
প্রশ্ন:৪
শকাব্দ শুরু হয় কবে থেকে ?
উত্তর: ৭৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
ভারত প্রজাতন্ত্রের সম্মান পায় কবে ?
উত্তর: ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।
প্রশ্ন:৬
ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক বনভূমি আছে ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন:৭
কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন ?
উত্তর: চৌরিচৌরা।
প্রশ্ন:৮
‘গড অফ স্মল থিংস’ কার লেখা ?
উত্তর: ভারতী মুখার্জী।
প্রশ্ন:৯
ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ?
উত্তর: ২২.১২ মিটার।
প্রশ্ন:১০
কোন্ চলচিত্র ব্যক্তিত্ব অস্কার পুরস্কার পেয়েছিলেন ?
উত্তর: সত্যজিৎ রায়।
Comments
Post a Comment