দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ গ্রহ শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত?
উত্তর: শুক্র গ্রহ।
প্রশ্ন:২
ভারতীয় অর্থনীতি হল—
উত্তর: মিশ্র অর্থনীতি।
প্রশ্ন:৩
৫,০০০ ও ১০,০০০ টাকার নোট গুলি কবে বাতিল করা হয়েছে ?
উত্তর: ১৯৭৪ সালে।
প্রশ্ন:৪
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাইতে।
প্রশ্ন:৫
P.L.–480 এগ্রিমেন্ট কবে চালু হয় ?
উত্তর: ১৯৫৬ সালে।
প্রশ্ন:৬
ভারতে জাতীয় আয় প্রথম গণনা করেন—
উত্তর: দাদাভাই নওরোজি।
প্রশ্ন:৭
অর্থকমিশনের কাজ কী ?
উত্তর: কেন্দ্র–রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা।
প্রশ্ন:৮
I.M.F–এর হিসাবপত্র কোন্ মুদ্রায় প্রকাশ করা হয় ?
উত্তর: S.D.R–এ।
প্রশ্ন:৯
ভারতে দ্বাদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর: ড.সি.রঙ্গরাজন।
প্রশ্ন:১০
সবুজ বিপ্লব ভারতের কোন্ রাজ্যে সর্বাপেক্ষা বেশি দৃষ্টিগোচর হয় ?
উত্তর: হরিয়ানা।
Comments
Post a Comment