দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ গ্রহ শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত?
উত্তর: শুক্র গ্রহ।
প্রশ্ন:২
ভারতীয় অর্থনীতি হল—
উত্তর: মিশ্র অর্থনীতি।
প্রশ্ন:৩
৫,০০০ ও ১০,০০০ টাকার নোট গুলি কবে বাতিল করা হয়েছে ?
উত্তর: ১৯৭৪ সালে।
প্রশ্ন:৪
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাইতে।
প্রশ্ন:৫
P.L.–480 এগ্রিমেন্ট কবে চালু হয় ?
উত্তর: ১৯৫৬ সালে।
প্রশ্ন:৬
ভারতে জাতীয় আয় প্রথম গণনা করেন—
উত্তর: দাদাভাই নওরোজি।
প্রশ্ন:৭
অর্থকমিশনের কাজ কী ?
উত্তর: কেন্দ্র–রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা।
প্রশ্ন:৮
I.M.F–এর হিসাবপত্র কোন্ মুদ্রায় প্রকাশ করা হয় ?
উত্তর: S.D.R–এ।
প্রশ্ন:৯
ভারতে দ্বাদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর: ড.সি.রঙ্গরাজন।
প্রশ্ন:১০
সবুজ বিপ্লব ভারতের কোন্ রাজ্যে সর্বাপেক্ষা বেশি দৃষ্টিগোচর হয় ?
উত্তর: হরিয়ানা।
Comments
Post a Comment