ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শিবাজীর রাজধানী ছিল—
উত্তর: রায়গর।
প্রশ্ন:২
ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল ?
উত্তর: ১৯৬৪।
প্রশ্ন:৩
সমঝোতা এক্সপ্রেস যে দুটি স্টেশনের মধ্যে চলে ?
উত্তর: ভারত–পাকিস্তান।
প্রশ্ন:৪
ভারতে প্রথম মুসলিম আক্রমনকারী কে ?
উত্তর: মুহাম্মাদ বিন কাসিম।
প্রশ্ন:৫
সাইমন কমিশন ভারতে এসেছিল কবে ?
উত্তর: ১৯২৭ সালে।
প্রশ্ন:৬
রাষ্ট্রপতি কতজন সদস্য রাজ্যসভায় মনোনীত করতে পারেন ?
উত্তর: ১২ জন।
প্রশ্ন:৭
গুপ্ত সম্রাটরা মূলত কিসের মুদ্রা চালু করেছিলেন ?
উত্তর: সোনা।
প্রশ্ন:৮
ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্যটি লেখা আছে ?
উত্তর: সত্যমেব জয়তে।
প্রশ্ন:৯
ইস্ট কোস্ট রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ভুবনেশ্বর।
প্রশ্ন:১০
কোন্ দেশের পার্লামেন্টের নাম সোরা ?
উত্তর: আফগানিস্তান।
Comments
Post a Comment