নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শিবাজীর রাজধানী ছিল—
উত্তর: রায়গর।
প্রশ্ন:২
ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল ?
উত্তর: ১৯৬৪।
প্রশ্ন:৩
সমঝোতা এক্সপ্রেস যে দুটি স্টেশনের মধ্যে চলে ?
উত্তর: ভারত–পাকিস্তান।
প্রশ্ন:৪
ভারতে প্রথম মুসলিম আক্রমনকারী কে ?
উত্তর: মুহাম্মাদ বিন কাসিম।
প্রশ্ন:৫
সাইমন কমিশন ভারতে এসেছিল কবে ?
উত্তর: ১৯২৭ সালে।
প্রশ্ন:৬
রাষ্ট্রপতি কতজন সদস্য রাজ্যসভায় মনোনীত করতে পারেন ?
উত্তর: ১২ জন।
প্রশ্ন:৭
গুপ্ত সম্রাটরা মূলত কিসের মুদ্রা চালু করেছিলেন ?
উত্তর: সোনা।
প্রশ্ন:৮
ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্যটি লেখা আছে ?
উত্তর: সত্যমেব জয়তে।
প্রশ্ন:৯
ইস্ট কোস্ট রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ভুবনেশ্বর।
প্রশ্ন:১০
কোন্ দেশের পার্লামেন্টের নাম সোরা ?
উত্তর: আফগানিস্তান।
Comments
Post a Comment