দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শিবাজীর রাজধানী ছিল—
উত্তর: রায়গর।
প্রশ্ন:২
ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল ?
উত্তর: ১৯৬৪।
প্রশ্ন:৩
সমঝোতা এক্সপ্রেস যে দুটি স্টেশনের মধ্যে চলে ?
উত্তর: ভারত–পাকিস্তান।
প্রশ্ন:৪
ভারতে প্রথম মুসলিম আক্রমনকারী কে ?
উত্তর: মুহাম্মাদ বিন কাসিম।
প্রশ্ন:৫
সাইমন কমিশন ভারতে এসেছিল কবে ?
উত্তর: ১৯২৭ সালে।
প্রশ্ন:৬
রাষ্ট্রপতি কতজন সদস্য রাজ্যসভায় মনোনীত করতে পারেন ?
উত্তর: ১২ জন।
প্রশ্ন:৭
গুপ্ত সম্রাটরা মূলত কিসের মুদ্রা চালু করেছিলেন ?
উত্তর: সোনা।
প্রশ্ন:৮
ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্যটি লেখা আছে ?
উত্তর: সত্যমেব জয়তে।
প্রশ্ন:৯
ইস্ট কোস্ট রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ভুবনেশ্বর।
প্রশ্ন:১০
কোন্ দেশের পার্লামেন্টের নাম সোরা ?
উত্তর: আফগানিস্তান।
Comments
Post a Comment