পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
একজন বিখ্যাত সায়েন্স ফিকশন লেখকের নাম লেখো।
উত্তর: আর্থার সি ক্লার্ক।
প্রশ্ন:২
‘Paradise Lost’–এর লেখক কে ?
উত্তর: জন মিলটন।
প্রশ্ন:৩
রাজস্থানি সংগীত কি নামে পরিচিত ?
উত্তর: চৈতি।
প্রশ্ন:৪
‘শকারী’ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
প্রশ্ন:৫
বিখ্যাত উপন্যাস “The Mother” কে লিখেছেন ?
উত্তর: ম্যাক্সিম গোর্কি।
প্রশ্ন:৬
রাজতরঙ্গিণীর রচয়িতা কে ?
উত্তর: কলহন।
প্রশ্ন:৭
পিপলস ওয়ার গ্রুপ (PWG) নামে পরিচিত সংস্থাটি ভারতের কোন্ রাজ্যে সক্রিয় ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন:৮
নবকান্ত বরুয়া একজন অসমীয়া—
উত্তর: ঔপন্যাসিক।
প্রশ্ন:৯
বনফুল কার ছদ্মনাম ?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়।
প্রশ্ন:১০
All's Well That Ends Well কার লেখা ?
উত্তর: শেক্সপিয়রের।
Comments
Post a Comment