দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
একজন বিখ্যাত সায়েন্স ফিকশন লেখকের নাম লেখো।
উত্তর: আর্থার সি ক্লার্ক।
প্রশ্ন:২
‘Paradise Lost’–এর লেখক কে ?
উত্তর: জন মিলটন।
প্রশ্ন:৩
রাজস্থানি সংগীত কি নামে পরিচিত ?
উত্তর: চৈতি।
প্রশ্ন:৪
‘শকারী’ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
প্রশ্ন:৫
বিখ্যাত উপন্যাস “The Mother” কে লিখেছেন ?
উত্তর: ম্যাক্সিম গোর্কি।
প্রশ্ন:৬
রাজতরঙ্গিণীর রচয়িতা কে ?
উত্তর: কলহন।
প্রশ্ন:৭
পিপলস ওয়ার গ্রুপ (PWG) নামে পরিচিত সংস্থাটি ভারতের কোন্ রাজ্যে সক্রিয় ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন:৮
নবকান্ত বরুয়া একজন অসমীয়া—
উত্তর: ঔপন্যাসিক।
প্রশ্ন:৯
বনফুল কার ছদ্মনাম ?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়।
প্রশ্ন:১০
All's Well That Ends Well কার লেখা ?
উত্তর: শেক্সপিয়রের।
Comments
Post a Comment