দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
একজন বিখ্যাত সায়েন্স ফিকশন লেখকের নাম লেখো।
উত্তর: আর্থার সি ক্লার্ক।
প্রশ্ন:২
‘Paradise Lost’–এর লেখক কে ?
উত্তর: জন মিলটন।
প্রশ্ন:৩
রাজস্থানি সংগীত কি নামে পরিচিত ?
উত্তর: চৈতি।
প্রশ্ন:৪
‘শকারী’ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
প্রশ্ন:৫
বিখ্যাত উপন্যাস “The Mother” কে লিখেছেন ?
উত্তর: ম্যাক্সিম গোর্কি।
প্রশ্ন:৬
রাজতরঙ্গিণীর রচয়িতা কে ?
উত্তর: কলহন।
প্রশ্ন:৭
পিপলস ওয়ার গ্রুপ (PWG) নামে পরিচিত সংস্থাটি ভারতের কোন্ রাজ্যে সক্রিয় ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন:৮
নবকান্ত বরুয়া একজন অসমীয়া—
উত্তর: ঔপন্যাসিক।
প্রশ্ন:৯
বনফুল কার ছদ্মনাম ?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়।
প্রশ্ন:১০
All's Well That Ends Well কার লেখা ?
উত্তর: শেক্সপিয়রের।
Comments
Post a Comment