বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বর্তমানে ভারতের সংবিধানে তপসিলের সংখ্যা কটি ?
উত্তর: ১২ টি।
প্রশ্ন:২
ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন্ অধিবেশনে ?
উত্তর: চতুৰ্থ।
প্রশ্ন:৩
ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে ?
উত্তর: ১৯৭৬ সালে।
প্রশ্ন:৪
ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় ?
উত্তর: ৩০৮ জন।
প্রশ্ন:৫
বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের নূন্যতম বয়স কত ?
উত্তর: ১৮ বছর।
প্রশ্ন:৬
গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর: দিল্লীতে।
প্রশ্ন:৭
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
প্রশ্ন:৮
কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?
উত্তর: জয়প্রকাশ নারায়ণ।
প্রশ্ন:৯
সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে ?
উত্তর: ৭০।
প্রশ্ন:১০
দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লিগের সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর: ২৮ জন।
Comments
Post a Comment