দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বর্তমানে ভারতের সংবিধানে তপসিলের সংখ্যা কটি ?
উত্তর: ১২ টি।
প্রশ্ন:২
ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন্ অধিবেশনে ?
উত্তর: চতুৰ্থ।
প্রশ্ন:৩
ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে ?
উত্তর: ১৯৭৬ সালে।
প্রশ্ন:৪
ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় ?
উত্তর: ৩০৮ জন।
প্রশ্ন:৫
বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের নূন্যতম বয়স কত ?
উত্তর: ১৮ বছর।
প্রশ্ন:৬
গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর: দিল্লীতে।
প্রশ্ন:৭
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
প্রশ্ন:৮
কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?
উত্তর: জয়প্রকাশ নারায়ণ।
প্রশ্ন:৯
সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে ?
উত্তর: ৭০।
প্রশ্ন:১০
দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লিগের সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর: ২৮ জন।
Comments
Post a Comment