সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?
উত্তর: এপ্রিল ১৯৫২।
প্রশ্ন:২
“সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দু তৃতীয়াংশ সদস্যের সম্মতিই যথেষ্ট”—কার মত ?
উত্তর: ল্যাস্কির।
প্রশ্ন:৩
ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নূন্যতম কত বছর বয়স হতে হবে ?
উত্তর: ৩৫ বছর।
প্রশ্ন:৪
নগরপালিকা আইন সংবিধানের কোন্ তপসিলের অন্তর্গত বিষয় ?
উত্তর: দ্বাদশ।
প্রশ্ন:৫
গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় কবে ?
উত্তর: ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারী।
প্রশ্ন:৬
গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?
উত্তর: ৭৮ টি।
প্রশ্ন:৭
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল ?
উত্তর: ১৯৮৫–৯০।
প্রশ্ন:৮
“সংবিধান হল সেই সব আইন ও প্রথার সমষ্টি , যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে”—কে বলেছেন ?
উত্তর: লর্ড ব্রাইস।
প্রশ্ন:৯
সংবিধানের দশম তপসিলে কোন্ বিষয়টি উল্লেখ করা আছে ?
উত্তর: দলত্যাগ বিরোধী আইন।
প্রশ্ন:১০
গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর।
Comments
Post a Comment