সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া রচনা করেন কে ?
উত্তর: অধ্যাপক গ্যাডগিল।
প্রশ্ন:২
কাগজি মুদ্রা কয় প্রকারের ও কী কী ?
উত্তর: দুই প্রকারের, রূপান্তর ও অরূপান্তরযোগ্য।
প্রশ্ন:৩
দারিদ্র দূরীকরণ কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল ?
উত্তর: পঞ্চম।
প্রশ্ন:৪
গণপ্রজাতন্ত্রী ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ?
উত্তর: সি.ডি.দেশমুখ।
প্রশ্ন:৫
পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে অনুমোদন করে ?
উত্তর: পরিকল্পনা কমিশন।
প্রশ্ন:৬
ভারতে যে জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা হয়েছে তার অধ্যক্ষ কে ?
উত্তর: প্রধানমন্ত্রী।
প্রশ্ন:৭
প্রত্যেক ব্যক্তি কর্তৃক প্রদত্ত কর হল—
উত্তর: পরোক্ষ কর।
প্রশ্ন:৮
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কাল কী ছিল ?
উত্তর: ১৯৫৬–১৯৬১।
প্রশ্ন:৯
কবে প্রথম ভারতের সর্ববৃহৎ ১৪ টি দেশীয় বানিজ্যিক ব্যাঙ্ককে জাতীয়করণ করা হয় ?
উত্তর: ১৯৬৯ সালে।
প্রশ্ন:১০
মূল্য মানের কোন্ এককটি ‘পেপার গোল্ড’ নামে পরিচিত ?
উত্তর: এম.ডি.আর।
Comments
Post a Comment