নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মোপলা বিদ্রোহ কত সালে হয় ?
উত্তর: ১৯২১ সালে।
প্রশ্ন:২
কর্ণের কোন্ অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ?
উত্তর: অটোলিথ।
প্রশ্ন:৩
বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত ?
উত্তর: ঢাকা, বাংলাদেশ।
প্রশ্ন:৪
কোলেরু হ্রদটি ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন:৫
হাওয়া মহল কে নির্মাণ করেন ?
উত্তর: প্রতাপ সিংহ।
প্রশ্ন:৬
বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন ?
উত্তর: বরদৌলির মহিলারা।
প্রশ্ন:৭
আকবরনামার রচয়িতা কে ছিলেন ?
উত্তর: আবুল ফজল।
প্রশ্ন:৮
জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক কি ?
উত্তর: সিস্ট্রন।
প্রশ্ন:৯
নীল নদ কোন্ সাগরে পতিত হয়েছে ?
উত্তর: ভূমধ্যসাগরে।
প্রশ্ন:১০
‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে ?
উত্তর: আর কে নারায়ণ।
Comments
Post a Comment