দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মোপলা বিদ্রোহ কত সালে হয় ?
উত্তর: ১৯২১ সালে।
প্রশ্ন:২
কর্ণের কোন্ অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ?
উত্তর: অটোলিথ।
প্রশ্ন:৩
বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত ?
উত্তর: ঢাকা, বাংলাদেশ।
প্রশ্ন:৪
কোলেরু হ্রদটি ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন:৫
হাওয়া মহল কে নির্মাণ করেন ?
উত্তর: প্রতাপ সিংহ।
প্রশ্ন:৬
বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন ?
উত্তর: বরদৌলির মহিলারা।
প্রশ্ন:৭
আকবরনামার রচয়িতা কে ছিলেন ?
উত্তর: আবুল ফজল।
প্রশ্ন:৮
জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক কি ?
উত্তর: সিস্ট্রন।
প্রশ্ন:৯
নীল নদ কোন্ সাগরে পতিত হয়েছে ?
উত্তর: ভূমধ্যসাগরে।
প্রশ্ন:১০
‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে ?
উত্তর: আর কে নারায়ণ।
Comments
Post a Comment