শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের নুন্যতম বয়স কত ?
উত্তর: ১৮ বছর।
প্রশ্ন:২
কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ?
উত্তর: ৫২ তম।
প্রশ্ন:৩
ভারতের সংবিধান কয়টি খন্ডে বিভক্ত ?
উত্তর: ২২ টি।
প্রশ্ন:৪
ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে ক্ষমতা বর্ণিত হয়েছে ?
উত্তর: ৩ টি।
প্রশ্ন:৫
ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে ?
উত্তর: ৩ টি।
প্রশ্ন:৬
ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি কোন্ দেশের সংবিধান থেকে গৃহিত হয়েছে ?
উত্তর: আয়ারল্যান্ড।
প্রশ্ন:৭
সংবিধানের কততম তফসিলে আঞ্চলিক ২২ টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ?
উত্তর: অষ্টম তফসিলে।
প্রশ্ন:৮
ভারতীয় সংবিধানে কয়টি রাষ্ট্রপরিচালনার নির্দেশ মূলক নীতি সন্নিবিষ্ট হয়েছে ?
উত্তর: ১৭ টি।
প্রশ্ন:৯
ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ?
উত্তর: ২২ টি।
প্রশ্ন:১০
ভারতের যে রাজ্যের নিজস্ব সংবিধান আছে সেটি হল—
উত্তর: সিকিম।
Comments
Post a Comment