দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের নুন্যতম বয়স কত ?
উত্তর: ১৮ বছর।
প্রশ্ন:২
কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ?
উত্তর: ৫২ তম।
প্রশ্ন:৩
ভারতের সংবিধান কয়টি খন্ডে বিভক্ত ?
উত্তর: ২২ টি।
প্রশ্ন:৪
ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে ক্ষমতা বর্ণিত হয়েছে ?
উত্তর: ৩ টি।
প্রশ্ন:৫
ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে ?
উত্তর: ৩ টি।
প্রশ্ন:৬
ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি কোন্ দেশের সংবিধান থেকে গৃহিত হয়েছে ?
উত্তর: আয়ারল্যান্ড।
প্রশ্ন:৭
সংবিধানের কততম তফসিলে আঞ্চলিক ২২ টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ?
উত্তর: অষ্টম তফসিলে।
প্রশ্ন:৮
ভারতীয় সংবিধানে কয়টি রাষ্ট্রপরিচালনার নির্দেশ মূলক নীতি সন্নিবিষ্ট হয়েছে ?
উত্তর: ১৭ টি।
প্রশ্ন:৯
ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ?
উত্তর: ২২ টি।
প্রশ্ন:১০
ভারতের যে রাজ্যের নিজস্ব সংবিধান আছে সেটি হল—
উত্তর: সিকিম।
Comments
Post a Comment