ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহনের উদ্দেশ্য বিশেষ অধিবেশন কবে বসে ?
উত্তর: ১৯৪৭ সালের ১৪ ই অগাস্ট।
প্রশ্ন:২
গণপরিষদের শেষ অধিবেশন কবে বসে ?
উত্তর: ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারী।
প্রশ্ন:৩
গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর: সচ্চিদানন্দ সিংহ।
প্রশ্ন:৪
কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া সংবিধান গৃহীত হয় ?
উত্তর: ২৮৪ জন।
প্রশ্ন:৫
গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর: ড. বি আর আম্বেদকর।
প্রশ্ন:৬
ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
উত্তর: ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর।
প্রশ্ন:৭
গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ।
প্রশ্ন:৮
গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিতহয় ?
উত্তর: ১১ টি।
প্রশ্ন:৯
ভারতের গণপরিষদ কবে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে ?
উত্তর: ১৯৪৭ সালের ১৫ ই অগাস্ট।
প্রশ্ন:১০
ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন্ অধিবেশনে স্থির করা হয় ?
উত্তর: চতুর্থ।
Comments
Post a Comment