প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পৃথিবীতে সবচেয়ে বেশী প্রজাতির জীব বাস করে—
উত্তর: জলমণ্ডলে।
প্রশ্ন:২
খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে বলা হয়—
উত্তর: পুষ্টিস্তর।
প্রশ্ন:৩
সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন প্রকিয়ার নাম কী ?
উত্তর: OTEC।
প্রশ্ন:৪
যে অঞ্চলে স্বাদু জল নোনা জলের সাথে মিশ্রিত হয় তাকে বলে—
উত্তর: প্রোফাণ্ডাল।
প্রশ্ন:৫
জীবমন্ডল বা বায়োস্ফীয়ার সংক্রান্ত প্রাথমিক ধারণার জনক কে ?
উত্তর: ল্যামার্ক।
প্রশ্ন:৬
জলজ বাস্তু তন্ত্রে স্বাধীন ভাবে সাতার কেটে ঘুরে বেড়াতে সক্ষম প্রানীদের বলা হয়—
উত্তর: নেকটন।
প্রশ্ন:৭
প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও পরিবেশগত সমস্যাটি প্রবল হয়—
উত্তর: শিল্প বিপ্লবের সাথে।
প্রশ্ন:৮
জাতীয় অরণ্য নীতি গৃহীত হয়েছিল—
উত্তর: ১৯৫৬ সালে।
প্রশ্ন:৯
সম্পদ সম্পর্কিত World Resources and Industries-বইটি লেখেন—
উত্তর: জিমারম্যান।
প্রশ্ন:১০
পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটি হল—
উত্তর: বৈকাল হ্রদ।
Comments
Post a Comment