পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পৃথিবীতে সবচেয়ে বেশী প্রজাতির জীব বাস করে—
উত্তর: জলমণ্ডলে।
প্রশ্ন:২
খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে বলা হয়—
উত্তর: পুষ্টিস্তর।
প্রশ্ন:৩
সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন প্রকিয়ার নাম কী ?
উত্তর: OTEC।
প্রশ্ন:৪
যে অঞ্চলে স্বাদু জল নোনা জলের সাথে মিশ্রিত হয় তাকে বলে—
উত্তর: প্রোফাণ্ডাল।
প্রশ্ন:৫
জীবমন্ডল বা বায়োস্ফীয়ার সংক্রান্ত প্রাথমিক ধারণার জনক কে ?
উত্তর: ল্যামার্ক।
প্রশ্ন:৬
জলজ বাস্তু তন্ত্রে স্বাধীন ভাবে সাতার কেটে ঘুরে বেড়াতে সক্ষম প্রানীদের বলা হয়—
উত্তর: নেকটন।
প্রশ্ন:৭
প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও পরিবেশগত সমস্যাটি প্রবল হয়—
উত্তর: শিল্প বিপ্লবের সাথে।
প্রশ্ন:৮
জাতীয় অরণ্য নীতি গৃহীত হয়েছিল—
উত্তর: ১৯৫৬ সালে।
প্রশ্ন:৯
সম্পদ সম্পর্কিত World Resources and Industries-বইটি লেখেন—
উত্তর: জিমারম্যান।
প্রশ্ন:১০
পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটি হল—
উত্তর: বৈকাল হ্রদ।
Comments
Post a Comment