পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায় ?
উত্তর: হ্যালির ধূমকেতু।
প্রশ্ন:২
কোন্ স্থানে সূর্য কখনোই লম্বভাবে পতিত হয় না ?
উত্তর: শ্রীনগর।
প্রশ্ন:৩
আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান।
প্রশ্ন:৪
কোন্ নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে ?
উত্তর: নর্মদা।
প্রশ্ন:৫
কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা ?
উত্তর: ১৮০° দ্রাঘিমারেখা।
প্রশ্ন:৬
কতসালে ভারতের রাজ্যগুলি ভাষার ভিত্তিতে বিভক্ত হয়েছিল ?
উত্তর: ১৯৫৬।
প্রশ্ন:৭
সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
উত্তর: বুধ।
প্রশ্ন:৮
নিচের কোন্ রাজ্যটি কর্কট ক্রান্তি রেখা দ্বারা দ্বিখন্ডিত হয় নি ?
উত্তর: উড়িষ্যা।
প্রশ্ন:৯
বায়ুমণ্ডলের কোন্ গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
উত্তর: ওজন গ্যাস।
প্রশ্ন:১০
কুশীনগর কোথায় অবস্থিত ?
উত্তর: উত্তরপ্রদেশ।
Comments
Post a Comment