🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘GATT’ হলো একটি—
উত্তর: চুক্তি।
প্রশ্ন:২
ভারতীয় জীবন বিমা নিগম স্থাপিত হয়—
উত্তর: ১৯৫৬।
প্রশ্ন:৩
সংকল্প প্রোজেক্ট কিসের সঙ্গে সম্পর্কযুক্ত—
উত্তর: AIDS/HIV।
প্রশ্ন:৪
ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম কী ?
উত্তর: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
প্রশ্ন:৫
ভারতে কে প্রথম আয়কর ব্যবস্থা চালু করেন ?
উত্তর: জেমস উইলসন।
প্রশ্ন:৬
জীবন বিমা নিগমের কেন্দ্রীয় কার্যালয় কোথায় ?
উত্তর: মুম্বাইতে।
প্রশ্ন:৭
ভারতবর্ষ কত সালে GATT চুক্তি স্বাক্ষর করে ?
উত্তর: ১৯৯৪।
প্রশ্ন:৮
ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকরী হয় ?
উত্তর: ১৯৮৬।
প্রশ্ন:৯
বিশ্ব বাণিজ্য সংস্থা কবে গঠিত হয়েছিল—
উত্তর: ১৯৯৫ সালের ১ লা জানুয়ারী।
প্রশ্ন:১০
অশোক মেহতা কমিটি কিসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: লেবার কমিশন।
Comments
Post a Comment