বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সুপ্রিম কোর্টের কোন্ বিচারপতির ইমপিচমেন্ট হয়েছিল ?
উত্তর: V.Ramaswami।
প্রশ্ন:২
অ্যাডহোক ট্রেজারী বিল ব্যবস্থা কত সালে বিলুপ্ত হয় ?
উত্তর: ৩১ শে মার্চ ১৯৯৬।
প্রশ্ন:৩
বিধানসভার সর্বোচ্চ ও সর্বনিম্ন সদস্য সংখ্যা কত ?
উত্তর: সর্বোচ্চ ৫০০ ও সর্বনিম্ন ৬০।
প্রশ্ন:৪
মুম্বাই শেয়ার বাজারের নতুন শেয়ারমূল্য সূচক হল—
উত্তর: DOLEX।
প্রশ্ন:৫
দলত্যাগ বিরোধী আইন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান দশম পাটের অংশ হয়েছে ?
উত্তর: ৫২ তম।
প্রশ্ন:৬
ভাতিন্দা তৈলশোধনাগার প্রতিষ্ঠা করা হয়েছে কোন্ সংস্থার মাধ্যমে ?
উত্তর: HPCL।
প্রশ্ন:৭
কোন্ দেশের সংবিধান থেকে বানিজ্য সংক্রান্ত বিষয় ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে ?
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন:৮
“Pure Banking Nothing Else” কোন ব্যাঙ্ক-এর স্লোগান ?
উত্তর: SBI।
প্রশ্ন:৯
২০০১ সালের জনগননা অনুযায়ী গ্রামীন ও শহরাঞ্চলে জনসংখ্যার অনুপাত হল—
উত্তর: ৭২:২৮।
প্রশ্ন:১০
কোন্ রাজ্যে বিধানপরিষদ নেই ?
উত্তর: গুজরাট।
Comments
Post a Comment