পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গান্ধিজী প্রথম সত্যাগ্রহ শুরু করেন—
উত্তর: দক্ষিণ আফ্রিকায়।
প্রশ্ন:২
হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
উত্তর: প্রেসিডেন্সি কলেজ।
প্রশ্ন:৩
ঔরঙ্গজেব পার্বত্য মুষিক বলে অভিহিত করেছেন—
উত্তর: শিবাজীকে।
প্রশ্ন:৪
চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন—
উত্তর: লর্ড কর্ণওয়ালিস।
প্রশ্ন:৫
এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন—
উত্তর: উইলিয়াম জোন্স।
প্রশ্ন:৬
গোলাপি শহর বলা হয়—
উত্তর: জয়পুরকে।
প্রশ্ন:৭
ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন—
উত্তর: লর্ড ক্যানিং।
প্রশ্ন:৮
ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত—
উত্তর: আব্দুল কালাম।
প্রশ্ন:৯
দর্শন শাস্ত্রের জনক বলা হয়—
উত্তর: সক্রেটিসকে।
প্রশ্ন:১০
পুনা চুক্তি সংঘটিত হয়—
উত্তর: ১৯৩২ সালে।
Comments
Post a Comment