দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ব্রোঞ্জে কি কি থাকে ?
উত্তর: তামা ও টিন।
প্রশ্ন:২
আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত ?
উত্তর: আজমির।
প্রশ্ন:৩
মানব শরীরের কোন্ অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় ?
উত্তর: অস্থি মজ্জা।
প্রশ্ন:৪
শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় ?
উত্তর: গ্রানাইট শিলায়।
প্রশ্ন:৫
বানম কোন্ নদীর উপনদী ?
উত্তর: চম্বল।
প্রশ্ন:৬
কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কবে ?
উত্তর: ১৮৫৯ সালে।
প্রশ্ন:৭
সূর্য শিশির কোন্ ধরণের উদ্ভিদ ?
উত্তর: পতঙ্গভুক।
প্রশ্ন:৮
সবরমতী আশ্রম কে প্রতিষ্টা করেন ?
উত্তর: মহাত্মা গান্ধী।
প্রশ্ন:৯
হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে ?
উত্তর: কপার।
প্রশ্ন:১০
বানিহাল গিরিপথের অপর নাম কি ?
উত্তর: জওহর সুড়ঙ্গ।
Comments
Post a Comment