মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ব্রোঞ্জে কি কি থাকে ?
উত্তর: তামা ও টিন।
প্রশ্ন:২
আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত ?
উত্তর: আজমির।
প্রশ্ন:৩
মানব শরীরের কোন্ অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় ?
উত্তর: অস্থি মজ্জা।
প্রশ্ন:৪
শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় ?
উত্তর: গ্রানাইট শিলায়।
প্রশ্ন:৫
বানম কোন্ নদীর উপনদী ?
উত্তর: চম্বল।
প্রশ্ন:৬
কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কবে ?
উত্তর: ১৮৫৯ সালে।
প্রশ্ন:৭
সূর্য শিশির কোন্ ধরণের উদ্ভিদ ?
উত্তর: পতঙ্গভুক।
প্রশ্ন:৮
সবরমতী আশ্রম কে প্রতিষ্টা করেন ?
উত্তর: মহাত্মা গান্ধী।
প্রশ্ন:৯
হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে ?
উত্তর: কপার।
প্রশ্ন:১০
বানিহাল গিরিপথের অপর নাম কি ?
উত্তর: জওহর সুড়ঙ্গ।
Comments
Post a Comment