ভারতবর্ষের নামকরণ-সংক্রান্ত বিতর্ক আমাদের দেশ 'ভারতবর্ষ' নামে পরিচিত হলেও এই নামকরণের উৎস নিয়ে ঐতিহাসিক ও পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য বা বিতর্ক রয়েছে। প্রধানত পৌরাণিক কাহিনি, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে এ বিষয়ে একাধিক মত প্রচলিত আছে।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বায়ুমন্ডলে কোন্ গ্যাসের পরিমাণ সবথেকে বেশি ?
উত্তর: নাইট্রোজেন।
প্রশ্ন:২
সাইলেন্ট ভ্যালি কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: কেরালা।
প্রশ্ন:৩
জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
উত্তর: কার্বন ড্রাই অক্সাইড।
প্রশ্ন:৪
আরাবাড়ি মডেল কি কারণের জন্য বিখ্যাত ?
উত্তর: যৌথ বন ব্যবস্থাপনা।
প্রশ্ন:৫
পরাগরেণু থেকে কি রোগ হয় ?
উত্তর: অ্যালার্জি।
প্রশ্ন:৬
বায়ু কি পদার্থ ?
উত্তর: মিশ্র পদার্থ।
প্রশ্ন:৭
হ্যাবিট্যাট সম্বন্ধে অধ্যয়নকে কি বলে ?
উত্তর: ইকোলজি।
প্রশ্ন:৮
মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায় ?
উত্তর: জাপানে।
প্রশ্ন:৯
জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর: উত্তরাখণ্ড।
প্রশ্ন:১০
নদীর প্রবাহমান জলকে কি বলে ?
উত্তর: লোটিক জল।
Comments
Post a Comment